চলতি সপ্তাহেই প্রকাশিত হল SBI Clerk Recruitment 2021-এর বিজ্ঞপ্তি। আজ (মঙ্গলবার, ২৭ এপ্রিল) আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য আবেদন করতে পারবেন চাকুরিপ্রার্থীরা। মোট শূন্যপদের সংখ্যা ৫,২৩৭টি। প্রতিটি রাজ্যের রয়েছে আলাদা আলাদা শূন্যপদ। সেই অনুযায়ীই পরীক্ষার পর নিয়োগ হবে।
যোগ্যতা (Eligibility Criteria):
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম স্নাতক বা সমতুল্য হতে হবে।
বয়স : ১ এপ্রি,ল ২০২১ অনুযায়ী ২০ থেকে ২৮ বছর পর্যন্ত হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process):
অনলাইন পরীক্ষা হবে। দুটি স্তর- প্রিলিমিনারি ও মেইন। এর পাশাপাশি স্থানীয় ভাষার উপরেও দক্ষতার পরীক্ষা হবে।
প্রিলিমিনারিতে ১ ঘণ্টা সময়ে তিনটি ক্ষেত্র থেকে মূলত প্রশ্ন করা হয়। ইংরেজি, অঙ্ক ও রিজনিং। পরীক্ষার মান ক্রমেই কঠিনতর হচ্ছে বলে মত অনেক পরীক্ষার্থীদেরই। সেই সঙ্গে কম সময়ে বেছে বেছে বেশি উত্তর করার দক্ষতাও প্রয়োজন।
Exam Pattern
প্রিলিমিনারি পরীক্ষা :
১. অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা ১০০টি অবজেকটিভ প্রশ্ন থাকবে।
২. সময় : ১ ঘণ্টা।

৩. অঙ্ক ও রিজনিং থেকে ৩৫ টি প্রশ্ন থাকবে। অন্যদিকে ইংরাজী ভাষার উপর ৩০টি প্রশ্ন। থাকবে নেগেটিভ মার্কিং।
প্রিলিমিনারিতে কাট-অফ ক্লিয়ার করলে মেইন পরীক্ষায় বসা যাবে।
মেইন পরীক্ষা :
১. মোট ২০০ নম্বরের পরীক্ষা। ১৯০টি প্রশ্ন থাকে।
২. সময় : ২ ঘণ্টা ৪০ মিনিট।

৩. অঙ্ক- ৫০
রিজনিং ও কম্পিউটার- ৫০
জেনারেল ইংরাজি- ৪০
জেনারেল অ্যাওয়ারনেস- ৫০