বাংলা নিউজ > কর্মখালি > Rape accused barred from govt jobs: ধর্ষণে অভিযুক্ত হলে সরকারি চাকরি মিলবে না, স্বাধীনতা দিবসে ঘোষণা এই রাজ্যের
পরবর্তী খবর
Rape accused barred from govt jobs: ধর্ষণে অভিযুক্ত হলে সরকারি চাকরি মিলবে না, স্বাধীনতা দিবসে ঘোষণা এই রাজ্যের
1 মিনিটে পড়ুন Updated: 15 Aug 2023, 06:18 PM ISTAyan Das
Rape accused barred from govt jobs: মহিলাদের বিরুদ্ধে যে কোনও অপরাধে অভিযুক্ত হলে সরকারি চাকরি মিলবে না। স্বাধীনতা দিবসে বড় ঘোষণা করল এই রাজ্য সরকার। নির্বাচনের আগে সেই ঘোষণা করা হল।
ছত্তিশগড়ে সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
ধর্ষণ, শ্লীলতাহানি ও মহিলাদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত? তাহলে সরকারি চাকরির পরীক্ষায় বসা যাবে না। স্বাধীনতা দিবসে এমনই ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলনের পর কংগ্রেস-শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল জানান, রাজ্যে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য যাবতীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। তাঁদের সম্মান বজায় রাখতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে দাবি করেছেন বাঘেল। সেইসঙ্গে আসন্ন বিধানসভার নির্বাচনের আগে একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিনামূল্যে সরকারি কলেজের পড়ুয়াদের যাতায়াত, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ও মেশিন লার্নিংয়ের কোর্স চালু করার পরিকল্পনা করা হয়েছে। যাতে পড়ুয়ারা আধুনিক বিষয় নিয়ে ছোট থেকেই তৈরি হতে পারে।
মঙ্গলবার রাইপুরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবস উদযাপন করেন বাঘেল। তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন বাহিনীর আধিকারিকরা সেই যৌথ ‘গার্ড অফ অনার’-এ ছিলেন। তারইমধ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তারপর নিজের ভাষণে বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দেন। যে নির্বাচন চলতি বছরের শেষের দিকে হতে চলেছে। লড়াইটা হবে মূলত কংগ্রেস এবং বিজেপির।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল বলেন, ‘মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা, তাঁদের সম্মান করা ও তাঁদের সম্মান রক্ষার উপর আমরা সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছি। অগ্রাধিকার দিয়েছি আমরা। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাঁরা কিশোরী ও মহিলাদের শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত, ধর্ষণে অভিযুক্ত ও (মহিলাদের বিরুদ্ধে) অন্য়ান্য যে কোনও অপরাধে অভিযুক্তদের সরকারি চাকরি থেকে নিষিদ্ধ করা হবে।’