এবার কী নিয়ে পড়তে চাও? বোর্ড পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় স্থানাধিকারীদের সেই প্রশ্ন করা হলে সাধারণত খুব চেনা উত্তর আসে। কেউ বলেন, ডাক্তারি নিয়ে পড়তে চান। কেউ আবার বলেন যে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন। কেউ-কেউ আবার রসায়ন, ভৌতবিজ্ঞান, অঙ্কের মতো আদ্যোপান্ত বিজ্ঞানের বিষয় নিয়ে পড়তে চান। তবে আইএসসি পরীক্ষায় প্রথম স্থানাধিকারী মান্য গুপ্তা বেই বেড়া ভাঙতে চলেছেন। কলকাতার হেরিটেজ স্কুলের মেয়ে জানান, মনোবিজ্ঞান তথা সাইকোলজি নিয়ে পড়তে যান। বিদেশের কোনও কলেজে পড়ার ইচ্ছা আছে। ভারতের কলেজেও আবেদন করবেন।
রবিবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আইএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। মান্য-সহ দেশের পাঁচজন প্রথম হয়েছেন। তবে তিনি যে প্রথম হবেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী। তিনি বলেন, ‘আমি এটা একেবারেই ভাবতে পারিনি। আমি স্বপ্নেও ভাবিনি যে আমি ভারতে প্রথম হব। আমি যখন প্রথম নিজের নম্বর দেখি, তখন প্রথমেই বন্ধুদের ফোন করি। ওরা কত পেয়েছে, সেটা জানতে চাই। আসলে ওরাই আমায় বলে যে তুই খুব ভালো রেজাল্ট করেছিস এবং ভারতে প্রথম হয়েছিস। আমি আগে জানতাম না।’
আরও পড়ুন: ISC Result 2023: ISC-তে দেশে প্রথম বাংলার ২ জন, তালিকায় এক বাঙালিও, সবমিলিয়ে পাশের হার ৯৬.৯৩%
কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন মান্য?
একেবারে হাসিমুখে হেরিটেজ স্কুলের মেয়ে জানিয়েছেন, তিনি যে সারাক্ষণ বইয়ে মুখ গুঁজে বসে থাকতেন, সেটা মোটেও নয়। তবে পরীক্ষার আগে কোনওদিকে তাকাতেন না। শুধু পড়াশোনা করতেন। তাঁর কথায়, ‘আমি রোজকার পড়াশোনা করার মেয়ে নই। আমি মূলত পরীক্ষার আগে পড়াশোনা করতে বসি। সত্যি কথা বলতে সেইসময় একেবারে চোখ-মুখ গুঁজে পড়াশোনা করেছি। সেইসময় আমার ঘুমানোর নির্দিষ্ট কোনও সময় ছিল না।’
আরও পড়ুন: ICSE, ISC Results 2023 in WB: ICSE ও ISC পরীক্ষায় জয়জয়কার বাংলার; প্রথম তিনে ঠাঁই কলকাতা ও জেলার পড়ুয়াদের
মান্যের ভবিষ্যতের পরিকল্পনা
মান্য বলেন, ‘অষ্টম শ্রেণি থেকে আমি জানতাম যে আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করব। সেটা নিয়েই এগিয়ে যাব। ইতিমধ্যে আমি বিদেশের কলেজে আবেদন করে ফেলেছি। ভারতের কলেজেও আবেদন করব। আমার নির্দিষ্ট কোনও স্বপ্নের চাকরি নেই। আমি ক্লিনিকাল সাইকোলজির মতো বিষয়ে কিছু করতে চাই।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )