আইএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করল কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশন (CISCE)। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। এবার দেশের মধ্যে প্রথম হয়েছেন কলকাতার হেরিটেজ স্কুলের মেয়ে মান্য গুপ্ত এবং ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের ছেলে শুভম কুমার আগরাওয়াল।। যে তালিকায় আছেন বাঙালি মেয়ে ইপ্সিতা ভট্টাচার্যও। তবে মহারাষ্ট্রের থানের স্কুলে পড়াশোনা করতেন তিনি। সবমিলিয়ে প্রথম হয়েছেন পাঁচজন। পাশের হার ঠেকেছে ৯৬.৯৩ শতাংশে।
কীভাবে অনলাইনে ISC পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন?
১) কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) অফিসিয়াল ওয়েবসাইট cisce.org বা results.cisce.org-তে যান।
২) সরাসরি রেজাল্টের পেজে চলে যাবেন। রেজাল্ট দেখার জন্য সেখানে একাধিক তথ্য দিতে হবে আপনাকে।
৩) ‘Index Number’, ‘Unique ID’ এবং ‘Captcha’ দিয়ে ফেলুন। ‘Show Result’- করুন।
৪) স্ক্রিনে ISC পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে নিন।
ISC Result 2023 রেজাল্টের ডিরেক্ট লিঙ্ক -
ISC রেজাল্টের আপডেট
১) চলতি বছর ১৩ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ISC পরীক্ষা হয়েছিল।
২) এবার ISC পরীক্ষায় পাশের হার ৯৬.৯৩ শতাংশ।
৩) দশম শ্রেণির মতো দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ছেলেদের ছাপিয়ে গিয়েছেন মেয়েরা। ছেলেদের পাশের হার ৯৫.৯৬ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৮.০১ শতাংশ।
৪) ISC-তে প্রথম হয়েছেন মোট পাঁচজন - রিয়া আগরওয়াল, ইপ্সিতা ভট্টাচার্য (বাঙালি হলেও মহারাষ্ট্রের থানের সুলোচনাদেবী সিংহানিয়া স্কুলের ছাত্রী), মহম্মদ আরিয়ান তারিক, শুভম কুমার আগরওয়াল (ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের ছেলে) এবং মান্য গুপ্তা (কলকাতার হেরিটেজ স্কুলের মেয়ে)।
আরও পড়ুন: ICSE Result 2023: প্রকাশিত হল ICSE-র ফলাফল, কীভাবে রেজাল্ট দেখবেন? দেখে নিন ডিরেক্ট লিঙ্ক
৫) এবার ISC পরীক্ষা দিয়েছেন ৫১,৭৮১ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ছিল ৪৬,৭২৪। মোট ৪৯,৬৮৭ জন ছাত্র এবং ৪৫,৭৯৬ জন ছাত্রী পাশ করেছেন।
৬) অঞ্চলভিত্তিক ফলাফল: উত্তর ভারতে পাশের হার ৯৬.৫১ শতাংশ। পূর্ব ভারতে পাশের হার ৯৬.৬৩ শতাংশ। পশ্চিম ভারতে পাশের হার ৯৮.৩৪ শতাংশ। দক্ষিণ ভারতে পাশের হার ৯৯.২ শতাংশ।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )