
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মাধ্যমিকে প্রথম হয়েছিলেন। আর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেন) পরীক্ষার প্রথম সেশনে পশ্চিমবঙ্গ থেকে প্রথম স্থান অধিকার করলেন দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত পার্সেন্টাইল হল ৯৯.৯৯৯২১। আর মঙ্গলবার যখন সেই খবরটা জানতে পারেন, তখন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দেবদত্তা। তারইমধ্যে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-য় দেবদত্তা জানালেন, সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম হয়ে খুব ভালো লাগছে। আপাতত উচ্চমাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারপর জেইই মেনের দ্বিতীয় সেশনের পরীক্ষাও দেবেন বলে জানিয়েছেন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী পূর্ব বর্ধমানের মেয়ে। তিনি জানিয়েছেন, জয়েন্টের প্রস্তুতির জন্য উচ্চমাধ্যমিকের দিকে তেমন মনোনিবেশ করা হয়নি। এবার ভালো করে উচ্চমাধ্যমিকের প্রস্তুতি নিতে শুরু করবেন।
জেইই মেন পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, প্রথম সেশনে মোট ১২,৫৮,১৩৬ জন প্রার্থী পরীক্ষা দেন। তাঁদের মধ্যে মহিলা হলেন ৪,২৪,৮১০। আর ৮,৩৩,৩২৫ জন পুরুষ পরীক্ষা দেন। তৃতীয় লিঙ্গের প্রার্থীর সংখ্যা এক। এবার মোট ১৩টি ভাষায় হয়েছিল জেইই মেনের প্রথম পেপারের পরীক্ষা (বি.ই. বা বিটেক)। আজ প্রথম প্রথম পেপারের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। পরবর্তীতে দ্বিতীয় পেপারের (বি.আর্ক বা বি.প্ল্যানিং) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
আর প্রথম সেশনের পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেয়েছেন ১৪ জন প্রার্থী। তবে সেই ১৪ জনের মধ্যে পশ্চিমবঙ্গের কেউ নেই। ওই ১৪ জনের মধ্যে পাঁচজন হলেন রাজস্থানের প্রার্থী। দু'জন করে প্রার্থী দিল্লি এবং উত্তরপ্রদেশের। তাছাড়া অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, গুজরাট এবং মহারাষ্ট্রের একজন করে প্রার্থীর পার্সেন্টাইল হল ১০০।
১) আয়ূষ সিংঘল: রাজস্থান।
২) কুশাগ্রা গুপ্তা: কর্ণাটক।
৩) দাক্ষ: দিল্লি।
৪) হর্ষ ঝা: দিল্লি।
৫) রজিত গুপ্তা: রাজস্থান।
৬) শ্রেয়স লোহিয়া: উত্তরপ্রদেশ।
৭) সক্ষম জিন্দল: রাজস্থান।
৮) সৌরভ: উত্তরপ্রদেশ।
৯) বিশাদ জৌন: মহারাষ্ট্র।
১০) অর্ণব সিং: রাজস্থান।
১১) শিবেন বিকাশ তোশনিওয়াল: গুজরাট।
১২) সাই মানোঙ্গনা গুথিকোন্ডা: অন্ধ্রপ্রদেশ।
১৩) ওমপ্রকাশ বেহেরা: রাজস্থান।
১৪) বাণীব্রত মাঝি: তেলাঙ্গানা।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ নিল বড় সিদ্ধান্ত, চাপে পড়লেন অভিভাবক–সিভিক ভলান্টিয়ার
১) অসম: কনিষ্ক চক্রবর্তী (পার্সেন্টাইল ৯৯.৯৬৯৭৬)।
২) ঝাড়খণ্ড: অভিমন্যু টিব্রেওয়াল (পার্সেন্টাইল ৯৯.৯৯৬০২)।
৩) ওড়িশা: নবনীত প্রিয়দর্শী (পার্সেন্টাইল ৯৯.৯৮৯৬৪)।
আরও পড়ুন: অ্যাডমিট কার্ড দেখালেই বাস ভাড়া মুকুব, মাধ্যমিক–উচ্চমাধ্যমিকে পাশে অ্যাসোসিয়েশন
জানুয়ারিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেন) পরীক্ষা হয়েছে। দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে আগামী এপ্রিলে। জেইই মেনের দুটি সেশনের ফলাফলের উত্তর ভিত্তি করে যে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে, তাঁরা জেইই-অ্যাডভান্সড পরীক্ষা দিতে পারবেন। যে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে দেশের ২৩টি আইআইটিতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) ভরতি হতে পারবেন প্রার্থীরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports