
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
মঙ্গলবার প্রকাশিত হল ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার (ICSI) সিএস (কোম্পানি সেক্রেটারি) ফাইনাল পরীক্ষার ফল। পরীক্ষার সম্পূর্ণ ফল ও মেধা তালিকা দেখতে পরীক্ষার্থীরা সরাসরি আইসিএসআই-এর নিজস্ব ওয়েবসাইট তে প্রবেশ করতে পারেন।
এ দিন একই সঙ্গে ঘোষণা করা হয়েছে কোম্পানি সেক্রেটারি কোর্সের প্রোফেশনাল প্রোগ্রাম এবং কোম্পানি সেক্রেটারি কোর্সের একজিকিউটিভ প্রোগ্রাম।
এর মধ্যে প্রথমে ঘোষণা করা হয় কোম্পানি সেক্রেটারি প্রোফেশনাল পরীক্ষার ফল। এর পরে প্রকাশিত হয় কোম্পানি সেক্রেটারি একজিকিউটিভ পরীক্ষার ফল। দুই পরীক্ষার ফলই দেখতে হলে ঢুকতে হবে ICSI-এর নিজস্ব ওয়েবসাইটে ()।
সিএস প্রোফেশনাল ও একজিকিউটিভ প্রোগ্রামের স্কোরকার্ড ডাউনলোড করতে হলেও সরাসরি সংস্থার ওয়েবসাইটে ঢুকতে হবে। জানা গিয়েছে, স্কোরকার্ডের হার্ড কপি পাওয়া যাবে না। উত্সাহীরা ডাউনলোড করা স্কোরকার্ডের প্রিন্ট আউট নিতে পারেন।
তবে যাঁরা প্রোফেশনাল প্রোগর্মা সম্পূর্ণ করেছেন, তাঁদের ফলের হার্ড কপি দেওয়া হবে বলে জানিয়েছে আইসিএসআই।
৳7,777 IPL 2025 Sports Bonus