CBSE Class 10th Results 2022: আজই রেজাল্ট? কীভাবে ওয়েবসাইট, Digilocker-এ দেখবেন?
1 মিনিটে পড়ুন Updated: 04 Jul 2022, 07:02 AM IST- এবং -তে যেতে হবে।
২) হোমপেজে ‘CBSE Class 10th Result’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) রোল নম্বর, স্কুলের কোড এবং জন্মতারিখ দিতে হবে।
৪) স্ক্রিনে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে।
কীভাবে Digilocker-র মাধ্যমে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাবে (CBSE Board Results 2022)?
১) Digilocker-র অফিসিয়াল ওয়েবসাইট digilocker.gov.in-তে যেতে হবে। মোবাইল অ্যাপও ডাউনলোড করা যাবে।
২) আধার কার্ডের মতো তথ্য দিতে হবে।
৩) হোমপেজে 'Central Board of Secondary Education' ফোল্ডার থাকবে। তাতে ক্লিক করতে হবে
৪) স্ক্রিনে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে। সেই পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।