CBSE Class 10th Result 2020: CBSE ক্লাস ১০-এর পরীক্ষায় এবার ‘ফেল’ করেনি একজনও!
1 মিনিটে পড়ুন Updated: 15 Jul 2020, 07:53 PM IST- )। পরিবর্তে ‘এসেনশিয়াল রিপিট’ ব্যবহার করছে কেন্দ্রীয় বোর্ড। )। পরীক্ষার্থীদের যে নথি দেওয়া হবে, তাতে ফেল শব্দ থাকবে না এবং ওয়েবসাইটের রেজাল্টেও দেওয়া থাকবে না।’
বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক মহলের একাংশ। তাঁদের বক্তব্য, 'ফেল' শব্দের মধ্যে নেতিবাচক দিক লুকিয়ে আছে। তার ফলে অনেক ক্ষেত্রেই পড়ুয়াদের উপর মনস্তাত্বিক চাপ তৈরি হয়। অনেকের মনে হয় - ‘তোমরা সফল হতে পারবে না’ বলা হচ্ছে। ‘এসেনশিয়াল রিপিট’ ব্যবহারের ফলে তা অনেকটাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হবে। অপর অংশের মতে, শব্দ পালটে গেলেও ‘এসেনশিয়াল রিপিট’-এর প্রতি দৃষ্টিভঙ্গি কতটা পালটাবে, সেটা প্রশ্নের বিষয়। যে পড়ুয়া ‘এসেনশিয়াল রিপিট’ পেয়েছে, সে ‘ফেল’ করেছে বলেই একটা ধারণা তৈরি হতে পারে।