দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মার্কশিট থেকে আগেই ‘ফেল’ সরিয়ে নেওয়া হয়েছিল। দশম শ্রেণির ক্ষেত্রেও একই পথে হাঁটল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন ()। পরিবর্তে ‘এসেনশিয়াল রিপিট’ ব্যবহার করছে কেন্দ্রীয় বোর্ড।
বুধবার দশম শ্রেণির বোর্ড পরীক্ষার (CBSE Class 10th Result 2020) ফল প্রকাশ করেছে সিবিএসই। পড়ুয়াদের সেই পরীক্ষার যে মার্কশিট দেওয়া হবে, তাতে ‘ফেল’ থাকছে না বলে জানানো হয়েছে। বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ফেল শব্দের পরিবর্তে এসেনশিয়াল রিপিট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই ()। পরীক্ষার্থীদের যে নথি দেওয়া হবে, তাতে ফেল শব্দ থাকবে না এবং ওয়েবসাইটের রেজাল্টেও দেওয়া থাকবে না।’
বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক মহলের একাংশ। তাঁদের বক্তব্য, 'ফেল' শব্দের মধ্যে নেতিবাচক দিক লুকিয়ে আছে। তার ফলে অনেক ক্ষেত্রেই পড়ুয়াদের উপর মনস্তাত্বিক চাপ তৈরি হয়। অনেকের মনে হয় - ‘তোমরা সফল হতে পারবে না’ বলা হচ্ছে। ‘এসেনশিয়াল রিপিট’ ব্যবহারের ফলে তা অনেকটাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হবে। অপর অংশের মতে, শব্দ পালটে গেলেও ‘এসেনশিয়াল রিপিট’-এর প্রতি দৃষ্টিভঙ্গি কতটা পালটাবে, সেটা প্রশ্নের বিষয়। যে পড়ুয়া ‘এসেনশিয়াল রিপিট’ পেয়েছে, সে ‘ফেল’ করেছে বলেই একটা ধারণা তৈরি হতে পারে।
তবে দ্রুত কোনও সিদ্ধান্তে উপনীত হওয়ার পক্ষপাতী নন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, এই পরিবর্তনের প্রভাব পড়ুয়াদের মনস্তত্বে কী পড়ে, তা দেখার জন্য কিছুটা সময় দেখতে চান। তারপরই বোঝা যাবে, সিবিএসইয়ের উদ্দেশ্য কতটা সফল হয়েছে।