আজ, বুধবার প্রকাশিত হচ্ছে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর পড়ুয়ারা ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন।
চলতি বছর প্রায় ১৮ লাখ পড়ুয়া দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছে। ফল প্রকাশের পর তারা সিবিএসইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পাবে। এছাড়াও , এবং সাইটে রেজাল্ট দেখা যাবে।
কীভাবে সিবিএসই দশম শ্রেণির ২০২০ সালের (CBSE Class 10th Result 2020) রেজাল্ট দেখবেন :
১) সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) CBSE Class 10th Result 2020 লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৪) Submit করতে হবে।
৫) স্ক্রিনে রেজাল্ট দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখা ভালো।
কীভাবে SMS-এর মাধ্যমে সিবিএসই দশম শ্রেণির ২০২০ সালের (CBSE Class 10th Result 2020) রেজাল্ট দেখবেন :
রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং রেজিস্টার্ড ইমেল আইডিতে পড়ুয়াদের রেজাল্ট পাঠানো হবে। দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের জন্য ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে SMS পাঠাতে হবে -
CBSE10<space>Roll no<space>Admit card id লিখে ৭৭৩৮২৯৯৮৯ নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।
কীভাবে অ্যাপের মাধ্যমে সিবিএসই দশম শ্রেণির ২০২০ সালের (CBSE Class 10th Result 2020) রেজাল্ট দেখবেন :
UMANG App: UMANG ফল দেখতে পাবেন পড়ুয়ারা। অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ফোনে UMANG অ্যাপ পাওয়া যায়।
Digilocker : ‘পরিণাম মঞ্জুশা’-র (Parinam Manjusha) মাধ্যমে ডিজিটাল মার্কশিট, মাইগ্রেশন সার্টিফিকেট, পরীক্ষায় পাশের সার্টিফিকেট দেবে সিবিএসই। যা digilocker.gov.in সাইটে DigiLocker-এর সঙ্গে সংযুক্ত। DigiLocker অ্যাকাউন্ট সংক্রান্ত পড়ুয়াদের নথিভুক্ত ফোন নম্বরে পাঠানো হবে। যে নম্বরটি বোর্ডের কাছে দেওয়া আছে, সেই নম্বরেই প্রয়োজনীয় তথ্য যাবে।
কীভাবে ফোনের মাধ্যমে সিবিএসই দশম শ্রেণির ২০২০ সালের (CBSE Class 10th Result 2020) রেজাল্ট দেখবেন :
১) ২৪৩০০৬৯৯ (দিল্লির স্থানীয় গ্রাহকদের জন্য)।
২) ০১১-২২৪৩০০৬৯৯ (দেশের অন্য প্রান্তের গ্রাহকদের জন্য)।