স্কুলশিক্ষা আরও উন্নত করার লক্ষে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। কেন্দ্রীয় এই সংস্থা তাদের বিভিন্ন নিয়মাবলীর উপধারার মধ্যে সম্প্রতি সংশোধনী এনেছে। তাতে পড়ুয়াদের নিরাপত্তার দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। নয়া সংশোধনী এনে বলা হয়েছে, এবার থেকে প্রতিটি স্কুলে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি বসাতে হবে। কোথায় কোথায় সিসিটিভি বসাতে হবে, তার একটি তালিকাও কেন্দ্রীয় স্কুলশিক্ষা সংস্থাটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে।
কোথায় কোথায় বসানো হবে সিসিটিভি?
স্কুলে ঢোকা ও বেরনোর মুখে বসাতে হবে সিসিটিভি। বিভিন্ন লবি ও করিডরে সিসিটিভি বসানো হবে। সিঁড়ি, ক্লাসরুম, ল্যাব অর্থাৎ গবেষণাগার, লাইব্রেরি, ক্যান্টিন, স্টোর রুম, খেলার মাঠ ও অন্যান্য কমন এরিয়াতে বসানো হবে সিসিটিভি। সিবিএসই-র তরফে বলা হয়েছে, এই সংক্রান্ত আপডেটও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। অর্থাৎ কাজটি যথাযথভাবে করা হল কি না, সেই সংক্রান্ত তথ্য দিতে হবে।
আরও পড়ুন - চা পান করলে কি হাড় দুর্বল হয়? সত্যিটা জেনে নিন ফিটনেস কোচের কাছ থেকে
কোথায় বসানো হবে না সিসিটিভি?
সিবিএসই-র সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুলের বিভিন্ন কমন এরিয়াতে সিসিটিভি বসানো যাবে। কিন্তু টয়লেটে সিসিটিভি বসানো যাবে না। পড়ুয়াদের ব্যক্তিগত সুরক্ষার কথা ভেবেই টয়লেটে সিসিটিভি না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিএসই কর্তৃপক্ষ।
আরও পড়ুন - ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি! মুম্বই রানওয়েতে ছিটকে গেল ফ্লাইট, ফাটল ৩ টায়ার