বাংলা নিউজ > কর্মখালি > BSF Recruitment 2021: গ্রুপ 'সি' ও কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিশদে
বর্ডার সিকিউরিটি ফোর্সে (বিএসএফ) গ্রুপ-সি-তে ASI, HC এবং কনস্টেবলের পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দশম শ্রেণি পাশ, আইটিআই পাশ প্রার্থীরা এই চাকরির আবেদন করতে পারবেন। অনলাইনেই আবেদন করতে হবে।
মোট কটি পদ :
- ASI (DM Gde-III)
- HC (কার্পেন্টার)
- HC (প্লাম্বার)
- কনস্টেবল (নিকাশি)
- কনস্টেবল (জেনারেটর অপারেটর)
- কনস্টেবল (জেনারেটর মেকানিক)
- কনস্টেবল (লাইনম্যান)
- মোট ৭২টি শূন্যপদ।
আবেদনের সময়সীমা :
গত ১৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করার শেষদিন আগামী ২৯ ডিসেম্বর।
আবেদনের ফি :
সাধারণ/ওবিসি/ইডব্লিউএস বিভাগের জন্য আবেদনের ফি - ১০০ টাকা। SC/ST/Ex-Servicemen ক্যাটাগরির প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি :
প্রার্থীদের নির্বাচন লিখিত পরীক্ষা, নথি যাচাইকরণ, শারীরিক সক্ষমতা (PST) এবং মেডিকেল পরীক্ষার (DME) উপর ভিত্তি করে করা হবে।
কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিলআপ করবেন?
লিঙ্ক :
কর্মখালি খবর