গুগল পে ব্যবহার করলে এবার থেকে ইউজার চার্জ দিতে হবে, এমন একটা খবর রটে গিয়েছিল। কিন্তু ভারতের জন্য এটা প্রযোজ্য নয় বলে জানাল গুগল। সংস্থার দাবি শুধু মার্কিন মুলুকে গুগল পে ব্যবহার করতে গেলে গ্যাঁটের কড়ি খরচা করতে হবে। গত সপ্তাহে গুগল জানিয়েছিল যে অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য নয়া ডিজাইনের গুগল পে অ্যাপ নিয়ে আসা হচ্ছে। তারপর থেকে ওয়েব ব্রাউজারে গুগল পে ব্যবহার করা যাবে না বলেও সংস্থা জানিয়েছিল। এছাড়াও চটজলদি টাকা পাঠাতে গেলে শুল্ক দিতে হবে। কিন্তু পরে বিতর্কের পরে গুগলেপ মুখপাত্র জানান যে এই চার্জ নেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রে ও এটার সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। বর্তমানে ভারতে ৬.৭ কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। ১১০ বিলিয়ন ডলারের লেনদেন হয়েছে গত এক বছরে। গুগল পে ফর বিজনেসে বর্তমানে প্রায় ৩০ লাখ ব্যবসায়ী যুক্ত আছেন। ভারতে পেটিএম, ফোন পে ও অ্যামাজন পে-র সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে গুগল পে।