করোনাভাইরাস সংক্রমণে আগামী দুই বছরে কয়েক লাখ মৃত্যুর পূর্বাভাস পেয়ে Covid-19 এর বিরুদ্ধে লড়াইয়ের কৌশল পরিবর্তনে বাধ্য হল ব্রিটেন।গত ১৬ মার্চ প্রকাশিত সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক নিল ফার্গুসনের নেতৃত্বে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, অতি দ্রুত ভাইরাস খতম করতে না পারলে শুধুমাত্র ব্রিটেনেই কয়েক হাজার মানুষের মৃত্যু হতে চলেছে Covid-19 এর জেরে।গবেষণায় করোনাভাইরাস সংক্রান্ত তিনটি পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। প্রথম অবস্থায় দেখা যাচ্ছে ভাইরাস সংক্রমণ রুখতে সরকার নিষ্ক্রিয়। দ্বিতীয় অবস্থায় দেখা যাচ্ছে, নীতি নির্ধারণ ও তা প্রয়োগে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। তৃতীয় পরিস্থিতিতে কড়া সরকারি নির্দেশ পালনের উপরে জোর দেওয়া হয়েছে।দেখা গিয়েছে, প্রথম অবস্থা হলে ব্রিটেনে মোট ৫,১০,০০০ জনের মৃত্যু হবে বলে জানা গিয়েছে। দ্বিতীয় পরিস্থিতিতে মৃতের সংখ্যা ২,৫০,০০০। তৃতীয় অবস্থায় ২০ হাজার মানুষ মারা যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে।অর্থাত্ সরকার কড়া ব্যবস্থা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, অফিস-আদালত-সহ জনসমাগমের সম্ভাবনা নির্মূল করলেও আগামী ২ বছরে মৃতের সংখ্যা প্রায় ২০,০০০ হবে বলেই আশঙ্কা বিজ্ঞানীদের।