বাংলা নিউজ > হাতে গরম > সোনার দামে নগণ্য পতন, জেনে নিন আজকের সোনা-রুপোর দর
সপ্তাহের শুরুতে ১০ গ্রাম পাকা সোনার দাম থাকবে ৩৮,৬০০ টাকা। শনিবারের তুলনায় গতকাল ১০ গ্রাম পাকা সোনার দাম পড়েছিল ১৫ টাকা। গয়না সোনা ও হলমার্ক সোনার গয়নার দামও ১৫ টাকা কমেছিল। গতকাল বাজার বন্ধ থাকায় আজও সেই দামেই বিকোবে সোনার দাম।
তবে রুপোর দাম কিছুটা উর্ধ্বমুখী। শনিবারের নিরিখে ২৫০ টাকা দাম বেড়ে ৪৫,০০০ টাকার আরও কাছে গিয়েছে খুচরো রুপোর দর।
কী কী তথ্য দিতে হবে এনআরসি হলে-জেনে নিন
জিএসটি ছাড়া আজ কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকবে, তা একনজরে দেখে নেওয়া যাক –
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৩৮,৬০০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৩৬,৬২০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম) - ৩৭,১৭০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৪,৭৫০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৪,৮৫০ টাকা।
হাতে গরম খবর