আদালতে হাজিরা দিতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। কোচবিহারের দিনহাটা আদালতে বৃহস্পতিবার দুপুরে হাজিরা দিতে যান তিনি। অভিযোগ, সেখানে তৃণমূল কর্মীরা তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, কালো পতাকা দেখানোর পাশাপাশি গাড়িতে ডিম ও ঢিল ছোড়া হয়। ঘটনাস্থলেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও বড় ধরনের গোলমাল ঘটেনি।
আরও পড়ুন: উন্নয়নের টাকা খরচে ডাহা ফেল অনন্ত মহারাজ, রাজ্যসভার সাংসদ করে অস্বস্তিতে বিজেপি
এদিনের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়ন করা হয়। জানা যায়, নিশীথ প্রামাণিকের হাজিরার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু তৃণমূল কর্মী কালো পতাকা হাতে আদালতের আশপাশে জড়ো হন। আদালতে ঢোকার সময় কোনও ধরনের তর্ক বা উত্তেজনা দেখা না গেলেও, বের হওয়ার সময়ই বিক্ষোভ দেখা যায়। নিশীথ এদিন আদালতে হাজিরা দেন একটি পুরনো খুনের মামলায়। ২০১৮ সালে দিনহাটার গীতালদহে এক পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা আবু মিঁয়া খুন হন। সেই ঘটনায় নিশীথ প্রামাণিকসহ মোট ৪১ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। সেসময় নিশীথ তখন তৃণমূল যুব কংগ্রেসের নেতা ছিলেন। এই মামলার কারণে নিশীথকে আদালতে হাজিরা দিতে হয়।
কোচবিহারে গত কয়েক মাসে রাজনীতির উত্তেজনা বেড়েছে। বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের অভিযোগ বাড়ছে। সম্প্রতি একাধিক ঘটনা ঘটেছে, যেখানে বিজেপি বিধায়ক ও বিরোধী দলের কনভয় লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। গত জুলাই মাসে দুই বিজেপি নেতার বাড়িতেও হামলার অভিযোগ উঠেছিল। এই ঘটনার পর নিশীথ প্রামাণিক বলেছেন, কোর্ট চত্বরের ভিতরে এই ধরনের হামলা হওয়া অত্যন্ত লজ্জাজনক। রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা চরমভাবে নাজুক। অন্যদিকে, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, নিশীথ বা তাঁর গাড়ির ওপর সরাসরি হামলা হয়নি। কেবল কালো পতাকা দেখানো হয়েছে। এটা মানুষের ক্ষোভের প্রকাশ।