আজ, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বিরাট সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর তার জেরে সকাল থেকেই দলে দলে কর্মী–সমর্থকরা ভিড় করেছেন। আর এখান থেকে একদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সর্বস্তরে ‘ঝাঁকুনি’ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের বৈঠক থেকেই বিধানসভার লক্ষ্যে দলের সুর বেঁধে দিলেন তিনি। ভোটার তালিকা সংশোধন, সংযোজনের প্রক্রিয়ায় কী ভাবে কাজ করতে হবে, সেই সংক্রান্ত বার্তাও দিলেন তৃণমূল সুপ্রিমো। তাই এবার যে আবার খেলা হবে এবং ২০২৬ সালের খেলা আরও জোরে মারতে হবে সেটারও নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কানায় কানায় ভরে গিয়েছে। আর তার মধ্যেই ভোটার তালিকায় কারচুপি ধরতে প্রত্যেক জেলায় কোর কমিটি গড়ার কথা ঘোষণা করলেন তৃণমূলনেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওই কমিটি ভোটার তালিকা নিয়ে কাজ করবে। তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। জেলা থেকে ওই কমিটির কাছে রিপোর্ট আসবে। ওই কমিটি কাজ না করলে প্রয়োজনে নিজে ‘ভূতুড়ে’ ভোটার বাছাইয়ের কাজ করব। আমি নির্বাচন কমিশনকে খুব সম্মান করতাম। জানেন সদ্য কে নির্বাচন কমিশনার হয়েছেন? স্বরাষ্ট্র মন্ত্রীর সচিবকে করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। এই কমিশন বিজেপির সেটিং করা।’
আরও পড়ুন: সাদা এসইউভি কখনও পেট্রল পাম্পে প্রবেশ করেনি, সুতন্দ্রা মৃত্যু নিয়ে অকপট পাম্প মালিক
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। পঞ্জাব–হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢুকিয়েছে। দিল্লি থেকে সবটা করা হচ্ছে। নির্বাচন কমিশনের আশীর্বাদেই করা হচ্ছে। কর্মীদের উদ্দেশে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, ‘২০২৬ সালে আবার খেলা হবে। সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। জেলা সভাপতিদের বলব, বুথ কর্মীদের মাঠে নামান। প্রয়োজনে নির্বাচনের কমিশনের দফতরে ধরনা দেব। ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। দু’তিন বছরের মধ্যেই ওদের আয়ু শেষ।’