একে তো বাংলায় অ্য়াডিনোভাইরাসের দাপট। তার মধ্যেই দেশের একাধিক রাজ্যে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা ও প্রচন্ড শ্বাসকষ্টের সমস্য়া তৈরি হচ্ছে। এনিয়ে এবার নয়া উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এনিয়ে সমস্ত রাজ্যের মুখ্য় সচিব ও স্বাস্থ্য সচিবকে চিঠি দিলেন। এই ধরনের রোগীর উপর অত্যন্ত নজর রাখার ব্যাপারে চিঠিতে বলা হয়েছে।
সম্প্রতি নীতি আয়োগের সদস্য( স্বাস্থ্য) উপস্থিতিতে একটি রিভিউ মিটিং হয়েছিল। তারপরেই এনিয়ে চিঠি পাঠানো হল। উল্লেখ করা হয়েছে, ঋতূ পরিবর্তনের সময় ইনফ্লুয়েঞ্জা একটা সাধারণ ব্যাপার। কিন্তু এবার ঋতূ পরিবর্তনের সময় কিছুটা অন্যরকম লক্ষণ দেখা যাচ্ছে। তাছাড়া ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অনেকেই উদাসীন। কোনও সুরক্ষা ছাড়াই হাঁচি, কাশি দিচ্ছেন অনেকেই। এর জেরে ইনফ্লুয়েঞ্জা এ ( H1N1, H3N2), অ্যাডিনোভাইরাস ছড়ানোর সুযোগ পাচ্ছে।
কোভিডের প্রকোপ অনেকটাই কমে গিয়েছিল। তবে কিছু রাজ্য়ে নতুন করে কোভিডের পজিটিভিটি রেটের প্রতি বাড়তি নজর রাখা হচ্ছে। এদিকে রাজেশ ভূষণ জানিয়েছেন, নতুন করে এই ধরনের আক্রান্তের ঘটনা কমেছে। হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্য়াও কমেছে। কোভিডের ভ্য়াকসিনও পর্যাপ্ত দেওয়া হয়েছে। তবে পাঁচ দফা যে সতর্কতার কথা আগে বলা হত সেটা মেনে চলতেই হবে। কোভিড প্রতিরোধক বিধিগুলি মেনে চলার ব্যাপারেও পরামর্শ দেওয়া হচ্ছে।