নবদ্বীপে সৎকারে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন ১৮ জন। এই ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে রাজ্যের পরিবহণ মন্ত্রীর ভোট ব্যস্ততা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এদিন মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে দুটি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা। প্রথম টুইটে রাজ্যের বিরোধী দলনেতা জানান, ‘নদিয়ার সড়ক দূর্ঘটনায় মৃত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। যেহেতু রাজ্যের পরিবহণ মন্ত্রী নির্বাচনে ব্যস্ত, তাই প্রশ্ন ওঠে।’ এরপরে ফের টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এই টুইটে রাজ্য সরকারের প্রতি তোপ দেগেই রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, ‘আর কতগুলি দুর্ঘটনা হলে মুখ্যমন্ত্রীর বিবেক জাগ্রত হবে। তিনি বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের ট্রাফিক বিভাগে যোগ্য কর্মীর অভাব রয়েছে। প্রশিক্ষণহীন সিভিক পুলিশে ভর্তি, যাদের কাজ রাস্তা দিয়ে গাড়ি গেলে টাকা তোলা।’ ইতিমধ্যে গাড়ি দুর্ঘটনায় সমবেদনা জানিয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল তাঁর টুইটবার্তায় জানান, নদিয়ায় রাস্তার পাশের দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি গভীর শোকাহত। রাজ্য সরকার যেন নিহত ও আহত পরিবারের সদস্যদের পাশে থাকে। রাজ্যের সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারের সদস্যদের ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চালক মদ্যপ অবস্থায় ছিল। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।