আর কয়েক ঘন্টা তার পরেই নির্বাচনী প্রচার শেষ। তাই কলকাতা পুরসভা নির্বাচনের প্রচারের শেষলগ্নে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন সব রাজনৈতিক দলের নেতারা। মিছিল, রোড–শো, বাড়ি বাড়ি যাওয়া—সবই চলছে জোরকদমে। তৃণমূল কংগ্রেসের প্রচার সবচেয়ে বেশি চোখে পড়ছে। সেখানে বিরোধীরা পিছিয়ে পড়েছে। যদিও তা মানতে নারাজ বিজেপি। বরং তারা পুরোদমেই প্রচার চালাচ্ছে বলে দাবি।কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফিরহাদ হাকিম। তাঁকে প্রচার করতে দেখা গেল চেতলা অঞ্চলে। প্রচারের ফাঁকে তাঁকে জিজ্ঞাসা করা হয়, বিরোধীদের প্রচার নিয়ে কী বুঝছেন? উত্তরে ফিরহাদ বলেন, ‘বিরোধীরা জোটে আছে, টিভিতে আছে, কিন্তু মানুষের পাশে নেই।’ এই মন্তব্য বিজেপির কাছে বড় খোঁচা বলে মনে করা হচ্ছে। কারণ তাঁরাই এখন বিধানসভায় একমাত্র বিরোধী দল। তবে সূর্যকান্ত মিশ্র–বিমান বসুদের রাস্তায় নামতে দেখা যায়নি। কিন্তু বামপ্রার্থীদের সমর্থনে প্রচার করেন করেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। বাবুঘাট এলাকায় প্রচার করেন ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। বিজেপির সুকান্ত মজুমদারকে প্রচার করতে দেখা যায়। তবে ১৪৪টি ওয়ার্ডে বিজেপি প্রচার করতে পারেনি বলে দলীয় সূত্রে খবর। আজ প্রচারের মূল ফোকাসে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত রোড–শো করেন।তবে ফিরহাদের বিরোধীরা টিভিতে থাকার মন্তব্য হজম করেননি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি পাল্টা বলেন, ‘আমাদের ১৪২জন প্রার্থীই প্রচারে আছেন। তৃণমূলের মতো আমরা ঢাকঢোল না পেটালেও মানুষের কাছে বিজেপি বার্তা নিয়ে যাচ্ছে। ৫০ নম্বর ওয়ার্ডে প্রচারে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি একাধিক ওয়ার্ডে প্রচার করেছি।’