
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজ্যপাল বিলে সই না করায় মন্ত্রী - বিধায়কদের বেতন বাড়ানোর বিল আনতে ডাকা বিধানসভার অধিবেশন ভন্ডুল হয়ে গিয়েছে। তার পরই শুরু হয়েছে শাসক বিরোধী বাকযুদ্ধ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিধানসভার এই অধিবেশন বেআইনি। পালটা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, রাজ্যপাল সংবিধান মেনে কাজ করছেন না।
এদিন বিধানসভায় নিজের কক্ষে বসে শুভেন্দু অধিকারী বলেন, ‘এই অধিবেশন বেআইনি। রাজ্যপালের অনুমোদন ছাড়া বিল পেশ করা যায় না। ইডি, সিবিআই, আয়করের সক্রিয়তার ফলে চুরির টাকা আটকে গেছে, তাই ট্যাক্সের টাকা এভাবে মন্ত্রী বিধায়কদের কাছে পৌঁছনোর চেষ্টা হচ্ছে।’
পালটা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমি গত ১৩ অক্টোবর বিলটি রাজ্যপালকে পাঠিয়েছি। শনিবার ফিরহাদ হাকিম রাজভবনে গিয়ে রাজ্যপালকে বিলটিতে সই করতে অনুরোধ করেন। কিন্তু রাজ্যপাল সই করেননি। সংবিধান অনুসারে রাজ্যপালের উচিত মন্ত্রিসভার পরামর্শ মেনে কাজ করা। আমরা যদি কোনও অসাংবিধানিক কাজ করি তাহলে উনি তা আটকাতে পারেন। কিন্তু উনি সংবিধান মেনে আচরণ করছেন না।’
মন্ত্রী - বিধায়কদের ভাতাবৃদ্ধির বিল পাশ করতে সোমবার রাজ্য বিধানসভার ১ দিনের অধিবেশন বসেছিল। কিন্তু রাজ্যপাল সই না করা বিলটি শুধুমাত্র বিধানসভায় পেশ করেছে রাজ্য সরকার। নিয়ম অনুসারে যে কোনও অর্থ বিল বিধানসভায় পেশের আগে রাজ্যপালের অনুমোদন বাধ্যতামূলক।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports