বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার একাধিক অভিযোগ উঠেছে বিগত কয়েকদিনে। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে সেই অত্যাচারের ঘটনা আরও বেড়েছে বহু জায়গায়। এই আবহে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরোধিতা করে গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি যে ভিডিয়োটি আপলোড করেছেন, তার প্রথম কিছুটা অংশ জুড়ে যে হিংসা দেখা যাচ্ছে, তা হিন্দুদের ওপর হামলার ঘটনার নয়, বরং সেটা একটি কলেজে দুই পক্ষের মারামারির ভিডিয়ো বলে দাবি করা হল রিপোর্টে। (আরও পড়ুন: 'ইসকনকে তাড়ানো হাতের ময়লা', বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন নেতা সারজিস আলম)
আরও পড়ুন: চিন্ময় প্রভুর নামে এবার শিশু ধর্ষণের ভুয়ো অভিযোগ বাংলাদেশে, ভাইরাল 'ভিডিয়ো'
উল্লেখ্য, কয়েকদিন আগেই ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে অবস্থিত ডঃ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানোর অভিযোগ উঠেছিল পুরনো ঢাকার সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থীদের বিরুদ্ধে। সেই ঘটনারই ভিডিয়ো শুভেন্দু পোস্ট করেন 'হিন্দুদের ওপর হামলা' সংক্রান্ত পোস্টের সঙ্গে। শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োতে ৯-১০ সেকেন্ডে গিয়ে দেখা যাচ্ছে ফ্রেমের ওপর দিকে ভবনের নাম দেখা যাচ্ছে। সেখানে লেখা - 'ডঃ মাহবুবুর রহমান মোল্লা কলেজে'। এই আবহে শুভেন্দুর সেই ভিডিয়ো ঢাকার কলেজে হামলার। তবে ভিডিয়োর প্রথম সেই অংশের পরে অন্য যে ঘটনার ভিডিয়ো দেখানো হয়েছে, তাতে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা দেখানো হয়েছে। চট্টগ্রামে মন্দির ভাঙার দৃশ্যও ছিল শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োতে। যদিও পরে ভিডিয়ো পোস্টটি মুছে ফেলেন শুভেন্দু। (আরও পড়ুন: চট্টগ্রামে আইনজীবী খুনে ধৃত ৭ হিন্দু, হিংসার ঘটনায় গ্রেফতার আরও ২০: রিপোর্ট)
আরও পড়ুন: কিছুটা হলেও স্বস্তি রাজ্য সরকারি কর্মীদের, অবশেষে বাড়ল ডিএ, তবে তা ৩ শতাংশও নয়!
এদিকে নিজের সেই পোস্টে শুভেন্দু লিখেছিলেন, 'বাংলাদেশে সংখ্যালঘু সনাতানি সম্প্রদায়ের উপর নিপীড়ন চলছে। হিন্দু মন্দিরে হামলা চলছে। হিন্দু নেতা ও সম্প্রদায়ের সোচ্চার সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। হিন্দুদের উপর পুলিশের অত্যাচার ও হেফাজতে সহিংসতা হচ্ছে। হিন্দু আবাসিক এলাকায় উগ্র জনতার সহিংস আক্রমণ হচ্ছে। হিন্দু মালিকানাধীন দোকান লুট করা হচ্ছে। হিন্দু মালিকানাধীন সম্পত্তি ভাংচুর চলছে। আমি আরও অনেক কিছু বলতে পারি... আমি এখনও এটিকে গণহত্যা হিসাবে গণ্য কছি না। তবে এটি একটি মানবিক সংকট। বাংলাদেশের হিন্দুদের প্রতি সকলের দৃষ্টি থাক'। এই লেখার নীচেই সেই ভিডিয়োটি পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। (আরও পড়ুন: বাংলাদেশে বন্ধ করে দেওয়া হল ইসকনের অফিস, ভক্তদের নিয়ে গেল সেনা: রিপোর্ট)
আরও পড়ুন: শীঘ্রই 'খেলা' দেখাতে শুরু করবে ঘূর্ণিঝড়, পালটে যাবে বাংলার আবহাওয়াও
এদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের ভিসা প্রদান পরিষেবা পুরোপুরি বন্ধ করার দাবি তুলেছেন শুভেন্দু। বুধবার কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই-কমিশন অভিযান করেন শুভেন্দু-সহ বঙ্গ বিজেপির নেতারা। সেই অভিযানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, '(বাংলাদেশিরা) চিকিৎসার জন্য করাচি আর লাহোরে যান। এখানে আসবেন না। পরিষ্কার বলে দিতে চাই আমরা। ডক্টর ইউনুস যাদের উপরে এসব করছেন, তারা যা, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যাদেরকে লালিত-পালিত করে রেখেছেন, তারা একই।' (আরও পড়ুন: চিন্ময় প্রভুর গ্রেফতারি ইস্যুতে মোদীকে চিঠি ৬৮ জন প্রাক্তন বিচারপতি, IAS-IPSদের)
শুভেন্দু দাবি করেছেন, শুধু ডেপুটি হাই কমিশনে প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত থাকবেন না। সীমান্তে যাবেন। তিনি বলেছেন, 'এখান থেকে দাবি করছি যে ভিসা ১০০ শতাংশ বন্ধ করুন। প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে আমরা ভিসা দফতরেও যাবে এখানে। পুরোপরি ভিসা দেওয়া বন্ধ করুন। আমদানি এবং রফতানির অনুমোদন দেওয়া বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। হিন্দুদের উপরে আক্রমণ এবং মন্দির ভাঙা বন্ধ করতে হবে।'