প্রায় ২৬ হাজার চাকরিহারা। ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। গত ৩ এপ্রিল এই নির্দেশ এসেছিল। তার সঙ্গেই আকাশ ভেঙে পড়ে অনেকের মাথার উপর। সব মিলিয়ে ২৫ হাজার ৭৩৫ জনের চাকরি বাতিল হয়েছে। অযোগ্যদের বেতন ফেরানোর জন্য়ও নির্দেশ রয়েছে।
এরপর ধর্মতলায় অবস্থান কর্মসূচি পালন করেছিলেন তাঁরা। মিছিলও হয়েছে। বিক্ষোভও হয়েছে ডিআই অফিসের সামনে। দিল্লিতেও ধর্না দিয়েছিলেন। কিন্তু চাকরিহারাদের সবার চোখ এখন আদালতের দিকে।
এসবের মধ্য়েই বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ সুপ্রিম কোর্টে মামলা উঠতে পারে। সুপ্রিম কোর্টে আবেদন করেছে মধ্য়শিক্ষা পর্ষদ। মূলত মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যাদের নাম অযোগ্যদের তালিকায় নেই তাদের চাকরিটা অন্তত থাক। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলা হতে পারে।
এদিকে সেই মামলার দিকে তাকিয়ে রয়েছে চাকরিহারা শিক্ষকরা। অনেকেরই মন ভালো নেই। আগামী দিনে কী হবে সেটা তাঁরা বুঝতে পারছেন না।
এদিকে এর আগেও পর্ষদের তরফে বলা হয়েছিল চাকরি গেলে রাজ্য জুড়ে শিক্ষকের সংকট তৈরি হবে। এবার একেবারে নির্দিষ্টভাবে বলা হচ্ছে কত স্কুলে এই সংকট তৈরি হয়েছে। আপাতত সুপ্রিম কোর্টে পর্ষদের তরফে আবেদন করা হচ্ছে যাতে যাদের নাম অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদের বাদ দিয়ে বাকিদের চাকরিতে বহাল করা হোক। না হলে মহা সমস্যা হয়ে যাবে। আবেদনে বলা হচ্ছে এই শিক্ষাবর্ষের শেষ পর্যন্ত অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অযোগ্যর তালিকার বাইরে যারা রয়েছেন তাদের চাকরি আগের মতোই রাখার ব্যবস্থা করা হোক।