বাংলা দিবস কবে এনিয়ে নানা বিতর্ক রয়েছে। এবার পয়লা বৈশাখে সেই বাংলা দিবসকে কেন্দ্র করে বিজেপি বনাম তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্য়ে তরজা একেবারে চরমে। কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
কী লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?
মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, আমি বাংলায় গান গাই...'
‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা।
আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।
তবে এবার এর পালটা লিখেছেন সুকান্ত মজুমদার।
শ্যামপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ছবি পোস্ট করে কী লিখলেন সুকান্ত মজুমদার?
'
পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, কিন্তু এই দিন কখনোই বাংলার প্রতিষ্ঠা দিবস নয়। বাংলার সত্যিকারের অস্তিত্বের দিন হলো ২০শে জুন, ১৯৪৭, যেদিন ভারত মাতার বীর পুত্র ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির সাহসী সংগ্রাম হিন্দু সংখ্যাগরিষ্ঠ বাংলাকে পাকিস্তানের করাল গ্রাস থেকে বাঁচিয়ে ভারত মায়ের কোলে ফিরিয়ে এনেছিল।
মমতা বন্দ্যোপাধ্য়ায়, ইতিহাসকে বিকৃত করে পয়লা বৈশাখ-কে রাজ্য দিবস হিসেবে চাপিয়ে দেওয়ার আপনার এই মরিয়া চেষ্টা নিছকই একটি রাজনৈতিক চাল -- এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।