কসবায় ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। এরপর তাঁদের পুলিশের লাঠির মুখে পড়তে হয়। কিন্তু কেন পুলিশ লাঠি চালাল? একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে পুলিশ লাথিও মারছে। সেই সব ছবি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেই সব ভিডিয়োর সত্যতা প্রমাণ করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে পুলিশের দাবি তারা সামান্য বলপ্রয়োগ করেছে। আর চাকরিহারা শিক্ষকদের দাবি, এমন মেরেছে শরীরে কালসিটে দাগ পড়ে গিয়েছে। এমন মেরেছে পুলিশের লাঠিও ভেঙে গিয়েছে। এমন মেরেছে আহত হয়েছেন শিক্ষকরা। শুধু মারেনি লাঠি দিয়ে, আমাদের লাথিও মেরেছে। ঘাড়ধাক্কা দিয়েছে।
তবে এবার কলকাতা পুলিশের তরফেও বিস্ফোরক ভিডিয়ো সামনে আনা হয়েছে। কী আছে সেই ভিডিয়োতে?
পরপর চারটি ক্লিপ। সেখানে একটি ক্লিপে দেখা যাচ্ছে সাদা ইউনিফর্ম পরা এক পুলিশকর্মীকে রীতিমতো ঠেলে দেওয়া হচ্ছে। অপর ক্লিপে দেখা যাচ্ছে দরজা খোলার জন্য ঠেলছে আন্দোলনকারীরা। কার্যত চুপ করে দাঁড়িয়ে আছে পুলিশ। অপর একটি ক্লিপে দেখা যাচ্ছে একজন চিৎকার করে বলছে, পেট্রল নিয়ে আয় জ্বালিয়ে দেব। তারপর ছুটছেন সেই আন্দোলনকারী সহ অন্যান্যরা। অপর একটি ভিডিয়োতে দেখা গিয়েছে পুলিশকে ধরে রীতিমতো টানা হেঁচড়া করা হচ্ছে। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
সেই সঙ্গেই দুজন আহত পুলিশকর্মীর ছবি পোস্ট করা হয়েছে।