আরজি কর মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে ৯০ দিনেও চার্জশিট পেশ করেনি সিবিআই। তাই তাঁরা জামিন পেয়েছেন সেই মামলা থেকে। এই আবহে গতকাল সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেখানেই তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা হয় আন্দোলনকারী প্রতিনিধিদের। এবং সেই কথাবার্তার পরে বাইরে এসে আন্দোলনকারী দেবাশিস হালদার বললেন, 'তদন্তকারী আধিকারিক জানালেন, জামিন পেয়েছে মানে অভিযোগ থেকে মুক্তি পেয়েছে তা নয়। তদন্ত পুরো মাত্রায় বজায় রয়েছে। তাই কারও হতাশ হওয়ার বিষয় নেই। আধিকারিক দাবি করেছেন, ৯০ দিনের মধ্যে তাঁরা চার্জশিট দিতে পারেননি তেমনটা নয়। তাঁরা দেননি। কারণ আরও কিছু জোরালো তথ্যপ্রমাণ জোগাড় করে তবেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন।' (আরও পড়ুন: ১২ ডিগ্রির ঘরে কলকাতার পারদ, সাগরে তৈরি নিম্নচাপ, প্রভাব পড়বে বাংলার আবহাওয়ায়?)
আরও পড়ুন: 'যতদিন আন্দোলনের চাপ ছিল, তদন্ত সঠিক পথে চলেছিল', বললেন আরজি করের নির্যাতিতার মা
এদিকে কবে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারবে সিবিআই? সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস এই নিয়ে বলেন, 'কত দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবেন, তা ওই আধিকারিক নিশ্চিত করে বলতে পারেননি। চূড়ান্ত নেতিবাচক ভূমিকার বিরুদ্ধে চিকিৎসক ও নাগরিক সমাজকে আরও জোরদার ভাবে রাস্তায় থাকতে হবে।' এদিকে রাজ্য প্রশাসন ও সিবিআইয়ের মধ্যে যে গোপন বোঝাপড়া আছে বলে অভিযোগ করেন মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক বিপ্লব চন্দ্র। (আরও পড়ুন: 'কথা বলেছেন সেলিম, সাসপেনশন যে উঠেছে বুঝতেই দেননি তিনি', বললেন তন্ময় ভট্টাচার্য)
আরও পড়ুন: বিচারে বিলম্বের জন্য এবার আরজি করের নির্যাতিতার বাবা-মাকেই দায়ী করলেন কুণাল ঘোষ!
উল্লেখ্য, সময়ের মধ্যে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এই ঘটনায় সিবিআই তদন্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন নির্যাতিতার বাবা। এই ঘটনায় জুনিয়র ডাক্তাররাও হতাশ হয়ে পড়েছেন। এই নিয়ে নির্যাতিতার বাবা বলেন, 'খুবই দুঃখজনক ঘটনা। সিবিআই আগেই লিখে দিয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যেই যা করার করব। তদন্ত যে ঠিক মতো হয়নি তার প্রমাণ তো পাওয়াই গেল। সিবিআইয়ের উপর এবার হতাশ হচ্ছি। আমরা আদালতে যাব। আদালত ছাড়া তো আমাদের আর কোনও রাস্তা খোলা নেই।' আর জুনিয়র ডাক্তাররা আজ ফের পথে নামার ডাক দিয়েছেন। আজ সিজিও কমপ্লেক্স অভিযানে যাওয়ার কথা তাঁদের। (আরও পড়ুন: গলফগ্রিনে কাটা মুন্ডু কাণ্ডে মিলল বাকি দেহ, কেন শ্যালিকাকে খুন জামাইবাবুর?)
আরও পড়ুন: আরজি করের আটতলার ঘর কেন সিল করা হয়েছে? ফের মিলছে রহস্যের গন্ধ
এদিকে এই ইস্যুতেই এক সোশ্যাল মিডিয়া বার্তায় কুণাল ঘোষ দলের সদস্যদের উদ্দেশে বলেন, 'তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াতে সক্রিয় সহযোদ্ধাদের প্রতি অনুরোধ: আরজি কর নিয়ে আবার কিছু ধান্ধাবাজ, স্বার্থান্বেষীমহল ও মিডিয়ার একাংশ কুৎসা, অপপ্রচার, উস্কানি, রাস্তাঘাটে নাটকের চেষ্টা শুরু করছে। চলুন, আর একবার আমরাও নামি। কুৎসা, বিকৃত প্রচারের জবাবে পাল্টা যুক্তি, জবাব শুরু হোক। আইন ও আদালতে আস্থা রেখে আমরা সুযোগসন্ধানীদের বুঝিয়ে দেব কত ধানে কত চাল। চলুন সহযোদ্ধারা, নামা যাক। আগস্ট থেকে যে লড়াইটা সবাই মিলে করেছিলাম, এখন নাটকবাজদের আরেক রাউন্ড দেখিয়ে দেওয়া যাক। জয় বাংলা।'