আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে। প্রত্যেক রাজ্যে সেই অভিযান করা হবে। তবে বাংলায় অভিযান শুরু করার বিষয়ে বাড়তি সময় নিতে চলেছে। কারণ, আরজি কর হাসপাতালের ঘটনার জেরে এখন পরিস্থিতি খুব গম্ভীর। শনিবার দেশের সব রাজ্যের প্রতিনিধিরা এসে নয়াদিল্লিতে সদস্য সংগ্রহ বৈঠকে যোগ দেয়। সেখানে বাংলার নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন কেন্দ্রীয় নেতৃত্ব। এখন এই ঘটনায় রাজ্য নেতৃত্বকে আন্দোলন চালানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তাই বাংলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে দেরি হবে। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে বেছে নেওয়া হয়েছে এই কাজে।
বিজেপির নিয়ম অনুযায়ী, প্রত্যেক ৬ বছর অন্তর দলের সদস্য সংগ্রহ অভিযান করতে হবে। নিয়ম। তখন কোনও নেতা বা কর্মীই আর সদস্য থাকবেন না। শনিবার সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা নির্দেশের পরে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং আরও অনেকে নতুন করে প্রাথমিক সদস্যপদ নেবেন। কিন্তু বাংলায় বিজেপির যা সংগঠনের হাল তাতে সদস্য কতজন হবেন তা নিয়ে সন্দিহান সবপক্ষই। তবে বিজেপির একাংশ চান, এখন আরজি কর হাসপাতালের ইস্যুকে কাজে লাগিয়ে যদি সদস্য সংগ্রহ করা যায় তাহলে বাড়তি লাভ হতে পারে। এই বিষয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘রাজ্যের এখনকার পরিস্থিতির জেরে অভিযান পিছিয়ে যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট সময়েই সদস্য সংগ্রহ করা হবে।’ সেই দিন জানানো হয়নি।
আরও পড়ুন: ‘সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক’, আরজি কর কাণ্ডে অভিষেককে চাইছেন নেতারা