রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন প্রকল্প’ নিয়ে প্রথম থেকে বিরোধিতা করে আসছিলেন ডিলাররা। যদিও নানা বাধার পর অবশেষে রাজ্যজুড়ে শুরু হয়েছে এই প্রকল্প। এবার রেশন ডিলারদের কথা ভেবে জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। দুয়ারে রেশনের জন্য রেশন ডিলারদের পুরস্কৃত করতে চলেছে রাজ্য সরকার। রেশন ডিলারদের কমিশন হিসাবে অতিরিক্ত অর্থ দেওয়ার পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া শস্যের ক্ষতিপূরণ দেবে রাজ্য।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ডিলাররা আগে প্রতি কুইন্টাল রেশনের জন্য ৯০ টাকা কমিশন পেতেন। দুয়ারে রেশন চালু হওয়ার পর তা আরও ৭৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়। এবার ৫,০০০ টাকা ফিক্সড কমিশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি শস্য নষ্ট হওয়া বাবদ ০.২ শতাংশ হ্যান্ডলিং কস্ট দেওয়ার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। রাজ্যে যে ২১ হাজার ডিলার রয়েছে তারা সকলেই এই সুবিধা পাবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।