এবার পথে নামল তৃণমূল বুধবার চাকরিহারা ইস্যুতে চক্রান্তের অভিযোগ তুলে রাস্তায় নামেন তাঁরা। এদিন মূলত তৃণমূলের ছাত্রযুবদের মিছিল কলকাতার বিভিন্ন রাস্তার পরিক্রমা করে। শাসকদলের মিছিলে লোকজন কিছু কম ছিল না।
কলকাতা মেডিক্যাল কলেজের কাছ থেকে শুরু হয়েছে মিছিল। তৃণাঙ্কুর ভট্টাচার্য, সায়নী ঘোষ সহ একাধিক নেতারা রয়েছেন।
দীর্ঘ মিছিল কলকাতার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি আর সিপিএমের চক্রান্তেই এত শিক্ষকের চাকরি গিয়েছে।
সোমবার তৃণমূলের রাজ্য সভাপতি একটি বিবৃতিতে জানিয়েছিলেন, ৯ এপ্রিল দুপুর ৩টের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। এরপর ১১ এপ্রিল শুক্রবার প্রতিবাদ মিছিল হবে জেলায় জেলায়। প্রতিটি ব্লক, ওয়ার্ড, টাউনে এই মিছিল হবে।
এদিন মিছিলে বেরিয়ে তৃণমূল নেতৃত্ব, ডিআই অফিসের সামনে চাকরিহারাদের বিক্ষোভ প্রসঙ্গে বলেন, ডিআই অফিসের তো ব্যাপার নয়। রাজ্য় সরকার চাইছে যে তাদের চাকরিটা যাতে পুনর্বহাল হয়। আমাদের আশা এটা ওরা বুঝবেন। শিক্ষকদের প্রতি সহমর্মিতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। আর লাঠি চার্জ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে কখন কী পরিস্থিতিতে এটা হয়েছে সেটা পুরোটা না জেনে বলা যাবে না।