Protest demanding 5th Pay Commission DA: 'বকেয়া ৩১% DA দিতেই হবে', সরকারি কর্মচারীদের বিশাল মিছিলে কাঁপল কলকাতা Updated: 27 Aug 2022, 05:07 PM IST Ayan Das Protest demanding 5th Pay Commission DA: ‘বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) দিতে হবে।’ এমনই দাবিতে কলকাতা বিশাল মিছিল করলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের দাবি, সবে শুরু হয়েছে। আরও বড় আন্দোলন হবে।