বিধাননগরের রাস্তায় ঘোরাফেরা করছিল ৫ জন যুবক। পুলিশের গাড়ি দেখেই তারা পালানোর চেষ্টা করে। তবে শেষ রক্ষা হল না। ডাকাত সন্দেহে ওই ৫ যুবককে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র এবং ডাকাতির বেশ কিছু সরঞ্জাম। গ্রেফতারের পর মঙ্গলবার তাদের বিধাননগর আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোমবার ওই ৫ যুবক এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। প্রথমে তাদের ঘোরাফেরা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারাই পুলিশে খবর দেন। সেই সময়ই টহলদারী দিয়ে বেড়াচ্ছিল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। আচমকায় পুলিশের গাড়ি দেখে কিছুটা চমকে যায় তারা। সেখান থেকে পালানোর চেষ্টা করে ওই ৫ যুবক। আর তাতেই সন্দেহ বেড়ে যায় পুলিশের। ঘটনায় পুলিশও তাদের পিছনে দৌড়তে শুরু করে। অবশেষে ৫ জনকে আটক করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তাদের কথায় অসঙ্গতি মেলায় যুবকদের তল্লাশি চালানো শুর করে দেয় পুলিশ । তল্লাশি চালাতেই আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য সরঞ্জামগুলি বেরিয়ে আসে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ডাকাতির উদ্দেশ্যেই তারা এভাবে ঘুরে বেড়াচ্ছিল। সম্প্রতি, শহর এবং শহরতলির একাধিক এলাকায় বেশ কিছু ডাকাতির ঘটনা সামনে এসেছে। তারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এদের কোনও পান্ডা রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। কিছুদিন আগেই বিধাননগরে বনগাঁর এক দুষ্কৃতীকে রাতের অন্ধকারে ঘোরাফেরা দেখতে করতে দেখে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের সঙ্গে যোগসাজশ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।