1 মিনিটে পড়ুন Updated: 15 Mar 2023, 04:13 PM ISTSatyen Pal
অস্ট্রেলিয়া সহ একাধিক দেশের নাগরিকদের টার্গেট করত অভিযুক্তরা। ওটিটি প্লাটফর্মে নতুন কানেকশন, অ্যান্টি ভাইরাস সফটওয়ার ও টেকনিকাল সাপোর্ট দেওয়ার বিনিময়ে তারা প্রলোভন দেখাত। পর্দাফাঁস করে দিল পুলিশ।
নিউ আলিপুরের কলসেন্টারে হানা দিল পুলিশ প্রতীকী ছবি (Photo by Sunil Ghosh / Hindustan Times)
নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে কলসেন্টারে হানা দিল গোয়েন্দা বিভাগ। সব মিলিয়ে ১৯জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। ওটিটি প্লাটফর্মে ছাড় দেওয়ার নাম করে এরা প্রতারণা করত বলে অভিযোগ। এরা মূলত অস্ট্রেলিয়ান ও আমেরিকানদের টার্গেট করত বলে অভিযোগ। সূত্রের খবর, হয়তো অভিযুক্ত ব্যক্তিরা কাছাকাছি জায়গা থেকে অপর একটি কলসেন্টার চালানো শুরু করেছিল।
জয়েন্ট সিপি ক্রামই শঙ্খশুভ্র চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিউ আলিপুরের একটি ভাড়া করা ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে এই কীর্তি হত। সেখান থেকে ১৯জনকে আটক করা হয়েছে। তার মধ্য়ে ২জন মহিলাও রয়েছেন। ১৮টি ডেস্কটপ, ১৮টি সিপিইউ, ২২টি মোবাইল ও কিছু রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ৩৪ বছর বয়সী দীপঙ্কর রায় ও ২৯ বছর বয়সী রোহিত দাসকে পুলিশ গ্রেফতার করে। তারাই কলসেন্টার চালাচ্ছিল বলে অভিযোগ।
এক আধিকারিক জানিয়েছেন,অস্ট্রেলিয়া সহ একাধিক দেশের নাগরিকদের টার্গেট করত অভিযুক্তরা। ওটিটি প্লাটফর্মে নতুন কানেকশন, অ্যান্টি ভাইরাস সফটওয়ার ও টেকনিকাল সাপোর্ট দেওয়ার বিনিময়ে তারা প্রলোভন দেখাত। অনলাইন গিফট কার্ড বিনিময়ের কথা তারা বলত। এভাবেই প্রতারণার ফাঁদ পাতা হত। এরপরই অভিযুক্তরা বিদেশিদের অ্য়াকাউন্ট ফাঁকা করে দিত।