শহিদ মিনারে তৃণমূলের ছাত্র-যুব সমাবেশকে ঘিরে জটিলতা কিছুটা কাটল। সেনাবাহিনীর থেকে এই সমাবেশ করার অনুমতি মিলেছে। অনুমতির চিঠি হাতে আসার পর সভাস্থল পরিদর্শন করতে যান কলকাতা পুলিশের কর্তার। তাঁদের সঙ্গে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
পুলিশ কর্তারা সভাস্থল পরিদর্শন করেন। ঘুরে দেখে আলোচনা করেন সভামঞ্চ কোথায় হবে, দর্শকাসন কোথায় হবে, নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে প্রাথমিক ভাবে আলোচনা করে পুলিশকর্তারা।
তবে জটিলতা পুরোপুরি কেটেছে তেমনটা বলা ঠিক হবে না। শহিদ মিনারের অদূরেও ধরনা অবস্থান করছেন ডিএ-র দাবি আন্দোলনরত সরকারি কর্মীরা। আন্দোলকারীদের ধারনা ২৯ তারিখ স্থগিত রাখার জন্য আবেদন জানিয়েছিলেন কলকাতা পুলিশের ডিসি সাউথ। কিন্তু তাতে লাভ কিছু হয়নি। আন্দোলকারীরা জানিয়ে দিয়েছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশ কী ভাবে নিরাপত্তা দেবে সেটা তারা ভাবুক। ফলে সেনার চিঠি এলেও অভিষেকের সভার জট যে পুরোপুরি কেটে গেল তেমনটা বলা যাবে না।
(পড়তে পারেন। ৪৪ দিন পর বড় সিদ্ধান্ত ডিএ অনশনকারীদের, ঘুরে গেল আন্দোলনের মোড়)
পুলিশ মনে করছে, সভাস্থলের কাছে আন্দোলনকারীদের সভামঞ্চ। ফলে অশান্তির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে কী ভাবে বিষয়টি মোকাবিলা করে পুলিশ সেটাই দেখার।