বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Heavy rain fall alert: নিম্নচাপে ভারী থেকে অতিভারী বৃষ্টি, জেলাগুলিকে বাঁধ নিয়ে সতর্ক করল নবান্ন
পরবর্তী খবর
Heavy rain fall alert: নিম্নচাপে ভারী থেকে অতিভারী বৃষ্টি, জেলাগুলিকে বাঁধ নিয়ে সতর্ক করল নবান্ন
1 মিনিটে পড়ুন Updated: 01 Oct 2023, 11:00 AM ISTMD Aslam Hossain
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। এই অবস্থায় নদী বাঁধগুলি কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে নবান্ন। জেলা প্রশাসনকে এই মর্মে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়।
নবান্ন।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে তা স্থলভাগে প্রবেশ করেছে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নেমেছে ভারী বৃষ্টি। শুক্রবার বিকেল থেকেই বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবারও সারাদিন দফায় দফায় হয়েছে বৃষ্টি। রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর আগে শনির বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলও জমেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। আগামী ৪ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।
এই আবহে নবান্নের তরফে জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও, ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বৃষ্টির ফলে নদীর জলস্তর স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। এই অবস্থায় নদী বাঁধগুলি কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। এদিকে, শুক্রবার থেকে বৃষ্টির জেরে একাধিক এলাকায় জল জমেছে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি কলকাতা পুরসভার কমিশনারকেও দ্রুত জল বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য পাম্প সহ যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। এছাড়াও বিপর্যয় মোকাবেলা বাহিনীর প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।নিম্নচাপে সবচেয়ে বেশি প্রভাব পড়ে উপকূলবর্তী এলাকাগুলিতে। তাই ওই সমস্ত জেলার জেলাশাসকদেরও এ বিষয়ে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।