হাওড়াতে জোর কদমে চলছে মেট্রো স্টেশন তৈরির কাজ। ইতিমধ্যেই কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। সেই মেট্রো স্টেশনের জন্য রাস্তা তৈরির জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বহু প্রাচীন রেললাইন। যার আনুমানিক বয়স ১৫০ বছর। এমনটাই মনে করছেন রেলের আধিকারিকরা। হাওড়ার স্টেশনের ডিআরএম অফিসের পাশেই মেট্রো স্টেশনের রাস্তা তৈরির জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। সেখান থেকেই ব্রিটিশ আমলের এই রেললাইন খুঁজে পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রাচীন এই রেললাইনকে ঘিরে কৌতুহল তৈরি হয়েছে রেলের আধিকারিকদের মধ্যে।
সূত্রের খবর, এই রেল লাইনের বয়স জানার জন্য সেটি পরীক্ষা করা হবে। তবে আধিকারিকদের অনুমান, এই রেল লাইনটি কমপক্ষে ১৫০ বছরের পুরনো হবেই। ভারতে যখন প্রথম রেল পরিষেবা চালু হয়েছিল এই রেল লাইনটি সেই সময়কার বলে মনে করছেন আধিকারিকরা। ফলে এত প্রাচীন রেললাইনকে সংরক্ষণের ভাবনা চিন্তা করছেন আধিকারিকরা। সে ক্ষেত্রে হাওড়াতে রেলের যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে এই রেল লাইনটিকে সংরক্ষণ করা হতে পারে। এখন কতটা অংশ জুড়ে এই রেললাইনকে বের করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রেল লাইনটি বের করার পর তার বয়স জানার জন্য পরীক্ষা করা হবে।