ক্লাসরুমে অধ্য়াপিকাকে সিঁদুর পরাচ্ছেন ছাত্র। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল একটি ক্লিপ। তারপরই শোরগোল। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির( ম্যাকাউট) ফলিত মনস্তত্ত্ব বিভাগের এই ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছিল বিভিন্ন মহলকে।
এরপর ভিডিয়ো বার্তা। সেই সোশ্য়াল মিডিয়াতেই মুখ খুলেছিলেন ওই অধ্য়াপিকা। ওই ভিডিয়ো নিয়ে আর বাড়াবাড়ি না করার অনুরোধ করেছিলেন তিনি। সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছিলেন এটা আসলে সাইকো ড্রামার অংশ।
তবে বিশ্ববিদ্যালয় গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি তৈরি করেছিল। সেখানে কী বলা হয়েছে?
একাধিক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে এই ঘটনা এক ধরনের ক্রুড ফান। অর্থাৎ নিম্নমানের মজা বা নোংরামি বলে উল্লেখ করা হয়েছে সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে।
উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে একটা রিপোর্ট আচার্য তথা রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্যাডে বিয়ের চুক্তিপত্রের ধাঁচে একটা লেখা হয়েছিল। সেখানে অধ্য়াপিকা ও ছাত্রের নাম লেখা হয়েছিল বলে খবর। এদিকে ভাইরাল ভিডিয়োতেও ওই অধ্য়াপিকাকে রেজিস্টারটি চাইতে দেখা গিয়েছিল। এমনকী পরীক্ষার সময় কেন এই ধরনের ঘটনা হল তা নিয়ে প্রশ্ন উঠছে।