আটচল্লিশ বার হাতুড়ি ঠুকে ৪৮ তম কলকাতা বইমেলার সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ফিলিপ আকারান, সাহিত্যিক আবুল বাশা, গ্যোটে ইনস্টিটিউটের আঞ্চলিক অধিকর্তা মার্লা স্টুকেনবের্গ, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে মজার ছলে মুখ্যমন্ত্রী জানান, এবার ভেবেছিলেন যে বইমেলার উদ্বোধন করবেন না। কিন্তু গিল্ডের কর্তারা তাঁর হাত দিয়েই বইমেলার সূচনা করতে চান। সেইমতো এবারও তিনি বইমেলার উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধনের পরে নিজের তিনটি বই প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেগুলি হল - 'লিপিবদ্ধ কিছু কাজ', 'Salute 2', এবং 'বাংলার নির্বাচন ও আমরা'। তারইমধ্যে সকলকে ‘বই শুভেচ্ছা’ জানান মুখ্যমন্ত্রী।
বইমেলা কতদিন চলবে? কতক্ষণ খোলা?
আজ (২৮ জানুয়ারি) থেকে বইমেলার সূচনা হল। এবারও সল্টলেকের সেন্ট্রাল পার্কে হচ্ছে বইমেলা। চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বইমেলা চলবে।
বইমেলার জন্য বিশেষ বাস পরিষেবা
বইমেলার জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ বাস পরিষেবা দেওয়া হবে। যে কয়েকটা দিন বইমেলা চলবে, সেই কয়েকদিন দুপুর ১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বিশেষ পরিষেবা প্রদান করবে রাজ্য পরিবহণ নিগম।
১) শিয়ালদা, রাজাবাজার, হাওড়া স্টেশন, মন্দিরতলা, সাঁতরাগাছি, বালি হল্ট, জোকা, ঠাকুরপুকুর, শকুন্তলা পার্ক, পর্ণশ্রী, যাদবপুর, কামালগাজি, গড়িয়া, বারুইপুর, টালিগঞ্জ মেট্রো, এয়ারপোর্ট ১ নম্বর গেট, বারাসত, উল্টোডাঙা, ব্যারাকপুর, উল্টোডাঙা, ব্যারাকপুর, গড়িয়াহাট থেকে করুণাময়ী (সল্টলেক) পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর বাস চালানো হবে। বোর্ডে লেখা থাকবে ‘বইমেলা স্পেশাল’।
২) ইএম বাইপাস এবং সল্টলেক হয়ে যে সরকারি বাসগুলি চলাচল করে, সেগুলির সংখ্যা বাড়ানো হবে। যে তালিকায় আছে এসি-৩৭ (গড়িয়া থেকে বারাসত), এসি-৯বি (যাদবপুর থেকে ইকোস্পেস), এস-২১ (গড়িয়া থেকে বাগবাজার) রুটের বাস। তাছাড়াও এসি-১২ রুটের (হাওড়া স্টেশন থেকে সাপুরজি) বাসের সংখ্যাও বাড়ানো হবে।
বইমেলার জন্য বাড়তি মেট্রো পরিষেবা
সোমবার থেকে শনিবার পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন-১) ১২২টি মেট্রো চালানো হবে। এমনিতে ওই লাইনে ১০৬টি মেট্রো চালানো হয়। বইমেলার জন্য ১৬টি মেট্রো বাড়ানো হয়েছে। আর সাধারণত বিকেল ৪ টে ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হয়। বইমেলার সময় দুপুর ২ টো ৫ মিনিট থেকে রাত ৯ টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে।
সোমবার থেকে শনিবার শেষ মেট্রোর সূচি
১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯ টা ৩৫ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: রাত ৯ টা ৪০ মিনিট।
আবার রবিবার (২ ফেব্রুয়ারি এবং ৯ ফেব্রুয়ারি) ইস্ট-ওয়েস্ট করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে ৭৪টি মেট্রো চালানো হবে। ৩৭টি মেট্রো চলবে সল্টলেক সেক্টর ফাইভের দিকে। আর শিয়ালদার দিকে যাবে ৩৭টি মেট্রো। ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে (দুপুর ২ টো ৫ মিনিট থেকে রাত ৯ টা ১৫ মিনিট)।
রবিবার প্রথম মেট্রোর সূচি
১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: দুপুর ২ টো ১৫ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: দুপুর ২ টো ২৫ মিনিট।
রবিবার শেষ মেট্রোর সূচি
১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯ টা ৩৫ মিনিট।
২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: রাত ৯ টা ৪০ মিনিট।
বইমেলার থিম কান্ট্রি: এবার কলকাতা বইমেলার থিম কান্ট্রি হল জার্মানি।