রেল সুরক্ষা নিয়ে নানা সময় নানা কথা ওঠে। তবে রেলমন্ত্রকের তরফে বার বারই দাবি করা হয় যে রেলের সুরক্ষা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মধ্য়েই নিউ দিল্লিতে কুম্ভতে যাওয়ার পথে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮জনের।
তবে এবার রেলের সুরক্ষা ও রেলের সার্বিক উন্নতির জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে খোলা চিঠি লিখলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,'১) ট্রেনের ভেতরে যে যাত্রীরা রয়েছেন তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করুন। দুষ্কৃতীরা যাতে পাথর ছুঁড়তে না পারে তার ব্যবস্থা করুন। তাদের পোশাক বা ধর্ম না দেখেই তাদের গ্রেফতার করুন।
২) ভিড় নিয়ন্ত্রণের জন্য রেলস্টেশনের বাইরে ও রেলস্টেশনের ভেতরে প্রয়োজনীয় ব্যবস্থা রাখুন। বিশেষত বিশেষ কোনও অনুষ্ঠানের সময়।
৩) সর্বোচ্চ স্পিড কমপক্ষে ১৬০ কিমি প্রতি ঘণ্টা হিসাবে রাখুন। না হলে বন্দে ভারতের মতো ট্রেনের কোনও যৌক্তিকতা নেই। মোটামুটি একটা সাদা শতাব্দী এক্সপ্রেস।
৪) অ্যান্টি কলিশন ডিভাইসের জন্য সরকারকে বলুন আরও ফান্ডের ব্যবস্থা করতে। ( যেটা মমতা দিদি শুরু করেছিলেন)। ২-৩ বছরে অন্তত ৭০ শতাংশ ভারতীয় রেলের নেটওয়ার্ককে কভার করার চেষ্টা করুন। যদি ফান্ডের কোনও কমতি হয় তবে বিজ্ঞাপন দেওয়াটা কমিয়ে দিতে বলুন।'