দীর্ঘদিন ধরেই রাজারহাটের কুখ্যাত জমি মাফিয়াকে খুঁজছিল পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত সেই জমি মাফিয়া। ধৃতের নাম নিজামুদ্দিন মোল্লা ওরফে স্যার। একটি স্কুলের অভিযোগের ভিত্তিতে রাজারহাট থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে স্কুলের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। স্কুল ছাড়াও বহু জমি এভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে নিজামুদ্দিনের বিরুদ্ধে। সেই সমস্ত ঘটনার তদন্ত নেমে মঙ্গলবার তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, অত্যন্ত মৃদু স্বভাবের নিজামুদ্দিনকে স্যার বলে ডাকে তার অনুগামীরা। অভিযোগ, কয়েকদিন ধরে ওই এলাকার একটি স্কুলের চারপাশে দেওয়াল তৈরির কাজ চালাচ্ছিল স্কুল কর্তৃপক্ষ। সেই কাজ সদলবলে গিয়ে বন্ধ করে দেয় নিজামুদ্দিন। সে স্কুল কর্তৃপক্ষকে এসে জানাই জমিটি তার নামে রয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ জমির বৈধ কাগজপত্র নিজামুদ্দিনকে দেখান। কিন্তু স্কুল কর্তৃপক্ষের সেই দাবি মানতে চাইনি নিজামুদ্দিন। পাল্টা তার দাবি, তার কাছেও জমির বৈধ কাগজপত্র রয়েছে। এরপরে স্কুল কর্তৃপক্ষকে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে বসে ওই জমি মাফিয়া। ঘটনায় রাজারহাট থানায় অভিযোগ জানাই স্কুল কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে নিজামুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এভাবে একাধিক জমির নথি জাল করে নিজের জমি বলে দাবি করত নিজামুদ্দিন। স্কুলের যে জমিটিকে নিজামুদ্দিন নিজের বলে দাবি বলেছে দাবি করেছে তার নথিও জাল। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, প্রতারণা, জাল নথি তৈরি করা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ ধৃতকে বারাসত আদালতে তোলার কথা। সেখানে নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানাবে পুলিশ। জানা গিয়েছে, নিজামুদ্দিনের বিরুদ্ধে এর আগেও একাধিক জমির নথি জাল করে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। নিজানুদ্দিন ছাড়াও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, রাজ্য জুড়েই জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। এর আগেও অনেকবার এই মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করা হলেও মাফিয়ারাজ পুরোপুরি বন্ধ করা যায়নি। গত বছর উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন, তার সরকার কোনওভাবেই এই মাফিয়ারাজ বরদাস্ত করবে না। তিনি বলেছিলেন, ‘কিছু জমি মাফিয়া রয়েছে। তারা যেখানে সেখানে জমি বিক্রি করে দেয়। সেটা সরকারি জমি হোক বা বেসরকারি জমি। সব কিছুকেই ওরা নিজেদের সম্পত্তি ভাবে। এটা কিছুতেই বরদাস্ত কড়া হবে না। আমি পরিষ্কার পুলিশকে বলছি, এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup