রাতের কলকাতায় নাকা চেকিংয়ে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত গায়ক ওস্তাদ রশিদ খান এবং তাঁর স্ত্রীকে হেনস্থার ঘটনার পর আরও কড়াকড়ি করল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে সমস্ত থানা এবং ট্রাফিক গার্ডকে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে সিসিটিভি রয়েছে সেখানেই নাকা পয়েন্ট করতে হবে। পাশাপাশি নাকা চেকিংয়ের সময় পুলিশ অফিসারদের বডি ক্যামেরা ব্যবহার করতে হবে।
বৃহস্পতিবার রাতে লালবাজারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সেই নির্দেশিকা প্রতিটি থানা এবং ট্রাফিক গার্ডের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যেখানে সিসিটিভি নেই সেই সমস্ত এলাকায় নাকা পয়েন্ট করা যাবে না। নাকা পয়েন্ট করতে হবে এমন জায়গায় যেখানে সিসিটিভি রয়েছে। অর্থাৎ পুলিশের নাকা চেকিংয়ের দৃশ্য সহজেই যাতে ধরা পড়ে সেরকম জায়গাতেই নাকা চেকিং করতে হবে। এছাড়া পুলিশ অফিসার এবং ট্রাফিক গার্ডের অফিসারদের বডি ক্যামেরা ব্যবহার করতে হবে। যাতে সহজেই নাকা চেকিংয়ের সময়কার ভিডিয়ো রেকর্ডিং করা যায় এবং সেই ভিডিয়ো রেকর্ডিংকে সংরক্ষণ করে রাখতে হবে বলে লালবাজারের তরফে জানানো হয়েছে।
শুধু তাই নয়, কোথায় নাকা পয়েন্ট করা হচ্ছে সেই তথ্য অবশ্যই লালবাজারের কন্ট্রোল রুমকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্দেশিকা পৌঁছানোর পরে দেখা যায় সেভাবেই নাকা চেকিং চলায় পুলিশ। উল্লেখ্য, কিছুদিন আগে ওস্তাদ রশিদ খানের স্ত্রী জয়িতা বসু খান কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন। অভিযোগ, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি ট্রাফিক সিগন্যালের ক্রসিংয়ে তাঁদের গাড়ি থামায় কলকাতা পুলিশ। সেই সময় গাড়ির ড্রাইভার পুলিশকে ঘুষ দিতে অস্বীকার করায় হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের।