নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল কুলতলিতে। সেই ঘটনায় ফাঁসির সাজা দিয়েছেন বিচারপতি। ঘটনার ৬২দিনের মাথায় দোষী সাব্যস্ত করা হল মুস্তাকিন সর্দারকে। তাকে ফাঁসির সাজা। এরপরই মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণাল কার্যত করজোড়ে বলেন, আপনারা অন্য়ের কথায় বিভ্রান্ত না হলে মেয়ের খুনে দোষী সাব্যস্ত ফাঁসির সাজা এতদিনে দেখতে পেতেন। কার্যত নির্যাতিতার বাবা মার উদ্দেশ্যেই তিনি একথা জানিয়েছে, তবে হাত জোড় করে।
কুণাল বলেন, কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার দৃষ্টান্ত তৈরি হল। মুখ্যমন্ত্রী বলেছিলেন ২ মাসের মধ্য়ে শাস্তি দিতে হবে। ফাঁসি চাইব। তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে। ৬১ দিনের মাথায় ফাঁসির সাজা হল। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের পুলিশ ও আইন বিভাগ তৎপরতার সঙ্গে কাজ করেছে। যে নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়েছে তার পরিবারকে ন্যায় বিচার দিতে পুলিশ তৎপর হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ দেখিয়ে দিল ৬২ দিনের মাথায় ফাঁসির সাজা আদায় করে আনা যায়। দাবি কুণালের। সেই সঙ্গেই অপরাজিতা বিলের প্রসঙ্গও টেনে আনেন তিনি।