সোমবার গভীর রাতে বালিগঞ্জ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক তরুণীর। এছাড়াও দুজন আহত হয়েছেন। গুরুসদয় দত্ত রোডে এই দুর্ঘটনা। ওই রাস্তা ধরে বালিগঞ্জ সার্কুলার রোডের দিকে যাচ্ছিল গাড়িটি। তারপরেই ওই এলাকায় একাধিক রাস্তায় দুর্ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ।
বালিগঞ্জ সার্কুলার রোড, গুরুসদয় দত্ত রোড এবং শরৎ বোস রোডে বেশি মাত্রায় আলো প্রতিফলনকারী টেপ এবং রং ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক পুলিশ। ইতিমধ্যেই এখানে নির্দিষ্ট পয়েন্টগুলিতে এগুলি ব্যবহৃত হচ্ছে। তবে সেখানে আরও ব্যাপকভাবে এগুলি ব্যবহার করতে চায়ছে কলকাতা ট্রাফিক পুলিশ। যাতে দূর থেকে গাড়ির চালক সেগুলি দেখতে পান। পুলিশ সূত্র বলছে, যেখানে ট্রাফিক আলো থাকবে না সেখানে তারা এই রিফ্লেক্টর ব্যবহার করবে।
ফুটপাথ চিহ্নিত করার জন্য পুলিশ থার্মো-প্লাস্টিকের লাইন মার্কিং ব্যবহার করবে। যা কুয়াশার মধ্যেও দেখা যাবে। এছাড়া, দুর্ঘটনা রুখতে ডিজিটাল স্পিড ডিসপ্লে বোর্ড ও স্পিড ক্যামেরা বসানোরও চিন্তাভাবনা করছে পুলিশ। ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বালিগঞ্জ সার্কুলার রোডে পাশে অনেক বাঁক রয়েছে৷ তাই নির্দিষ্ট কিছু অংশে দৃশ্যমানতা কমে যায়৷ একটি সমস্যা। এই সবের কারণে রিফ্লেক্টর টেপ এবং রং ব্যবহার করা হবে।