ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আর সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। রাজ্যের আবেদন খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে তদন্ত ভার রইল সিবিআইয়ের হাতেই। গত ১৩ মার্চ ঝালদায় খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু।
ঠিক কী আবেদন করেছিল রাজ্য? আদালত সূত্রে খবর, গত ৪ এপ্রিল ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলার তদন্তের ভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তপন কান্দু খুনে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তিনি রাজ্য পুলিশের হাতে থাকা সব নথি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল রাজ্য। তাঁদের বক্তব্য ছিল, রাজ্য পুলিশের তৈরি সিট–এর হাতে দেওয়া হোক তদন্তভার। আজ সেই আবেদনের রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশ নয়, সিবিআই যেমন তদন্ত করছিল সেভাবেই তদন্ত হবে।
কলকাতা হাইকোর্ট ঠিক কী বলেছে? আজ, সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, ঝালদা কাণ্ডে সিবিআই তদন্ত বহাল থাকছে। সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল সেটায় ত্রুটি ছিল না। তাই সেটাই বহাল রাখা হচ্ছে। আর রাজ্যের আবেদন সেক্ষেত্রে খারিজ করা হচ্ছে। গত ৪ এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেন রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। ৭ এপ্রিল সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিবিশন বেঞ্চে যায় রাজ্য।