মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি তিনি। তার বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ভুরি ভুরি অভিযোগ।তবে গত সেপ্টেম্বরে ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সেই প্রক্রিয়া চলার মানিক ভট্টাচার্যকে কার্যত ধমক দেন বিচারক। বিচারক মানিক ভট্টাচার্যকে চুপ করে কোর্টরুমে বসে থাকতে বলেন। না হলে তিনি রক্ষীকে ডেকে আনবেন বলেও জানিয়ে দেন।
সোমবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়, প্রোমোটার অয়ন শীল, তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সন্তু গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে ইডির চার্জ গঠন হয়েছে আদালতে।
সোমবার মানিকের বিরুদ্ধে চার্জ পড়ে শোনান বিচারক। তিনি জানিয়েছেন, মানিক ভট্টাচার্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম মূল চক্রী। তিনি জানান ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলের সঙ্গে একযোগে নিজের পদের অপব্যবহার করে অযোগ্যদের চাকরি দিয়েছিলেন। এই মামলায় আর এক অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকু নিয়মিত যোগাযোগ রাখতেন তাঁর সঙ্গে। তাপসের মাধ্য়মে মানিক টাকা নিয়েছেন। প্রার্থীদের তালিকা আদান প্রদান করেছেন। জানান বিচারক।