জরুরি পরিষেবা ও অনলাইন ডেলিভারির জন্য লাগবে E-Pass, কীভাবে পাবেন, দেখুন
1 মিনিটে পড়ুন Updated: 17 May 2021, 08:35 AM IST- লিঙ্কে ক্লিক করুন।
২) নয়া একটি পেজ খুলে যাবে। সেই স্ক্রিনের নীচের দিকে 'I Agree' চেকবক্সে টিক মারুন।
৩) নয়া একটি পেজ খুলবে। তাতে 'Individual' বা 'Organization' চেকবক্স টিক দিন।
৪) তারপর নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, কী কারণে যাচ্ছেন - সেই সংক্রান্ত তথ্য দিন। ‘I shall not operate/commute in the containment zones’ চেকবক্স টিক দিন। নিজের সচিত্র পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৫) তারপর Submit করুন।
৬) ইমেল আইডি বা মেসেজে কিউআর কোড সম্বলিত কোড পাবেন।
৭) পাস ডাউনলোড করে নিন।
৮) চেকিং পয়েন্ট বা পিকেটে সেই পাস দেখান।
৯) শুধুমাত্র যে এলাকা দিয়ে যাবেন এবং যতক্ষণের জন্য পাস দেওয়া হয়েছে, সেই সময়টুকু ছাড় পাবেন।