গার্ডেনরিচে বেআইনি বহুতল বিপর্যয়ের পর কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। অভিযোগ উঠেছে, বেআইনিভাবে একাধিক বহুতল গজিয়ে উঠেছে গার্ডেনরিচে। এই কাণ্ডের তদন্ত করছে কলকাতা পুলিশ। এবার গার্ডেনরিচে বিগত এক বছরে কতগুলি বহুতল তৈরি হয়েছে? সে বিষয়ে তথ্য চাইল লালবাজার। জানা গিয়েছে, লালবাজারের তরফে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে গার্ডেনরিচ থানায়। মূলত বেআইনি বহুতল সম্পর্কে জানতে লালবাজার এই তথ্য চেয়ে পাঠিয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ গার্ডেনরিচ কাণ্ডের ৫ দিন পর তদন্ত কমিটি গড়ল KMC, ৭ দিনে রিপোর্ট দেওয়ার নির্দেশ
জানা গিয়েছে, সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বন্দর বিভাগের ডিসি হরিকিষাণ পাইয়ের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর গার্ডেনরিচে বহুতল সম্পর্কে তথ্য পেতে চায়ছে লালবাজার। সেক্ষেত্রে পুরসভার তালিকা সঙ্গে থানার দেওয়া তালিকা খতিয়ে দেখা হবে। তার ভিত্তিতে সেখানে বেআইনি বহু দলের হদিস পাওয়া যাবে বলে মনে করছে লালবাজার।
প্রসঙ্গত, ইতিমধ্যেই এই এলাকায় বেআইনি বহুতল সম্পর্কে তথ্য পেতে পুরসভার তরফেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেক্ষেত্রে বেআইনি বাড়িগুলি চিহ্নিত করার পর প্রয়োজনে ওই বাড়ির মালিকদের নোটিশ পাঠানো হতে পারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র গার্ডেনরিচেই নয় পার্শ্ববর্তী মেটিয়াবুরুজেও একইভাবে তথ্য চেয়ে পাঠাবে লালবাজার। সেক্ষেত্রে বিনা অনুমতিতে তৈরি হওয়া বাড়িগুলির একটি তালিকা লালবাজারে থাকবে। কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সংগঠন) অজয় প্রসাদ বেআইনি নির্মাণ সংক্রান্ত বিষয়টির ওপর নজরদারি চালাবেন। দ্রুতই এ নিয়ে কলকাতা পুলিশের সব থানার ওসিদের সঙ্গে বৈঠকে বসবেন লালবাজারের কর্তারা। অতিরিক্ত পুলিস কমিশনার -১ মুরলীধর শর্মা পুরসভার সঙ্গে এনিয়ে নিয়মিত যোগাযোগ রাখবেন।