
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে আবারও খুলছে শহরের হুক্কাবারগুলি। মঙ্গলবার থেকে বেশ কিছু হুক্কাবার পুনরায় চালু হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে অন্যান্য হুক্কাবারগুলিও পুনরায় চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা ও বিধাননগর পুর এলাকায় নিয়ম মেনে চালানো যাবে হুক্কা বার। রাজ্য সরকারের সিদ্ধান্তকে বেআইনি বলে উল্লেখ করেছিল হাইকোর্ট। সেইসঙ্গে হাইকোর্ট জানিয়েছিল, হুক্কাবারে বেআইনি কিছু হলে পদক্ষেপ করতে পারবে পুলিশ। তারপর থেকেই হুক্কাবার মালিকদের মধ্যে খুশির হাওয়া। একে একে খুলতে শুরু করে হুক্কাবারগুলি।
মাসখানেক আগে কলকাতা এবং বিধাননগরের সমস্ত হুক্কাবার বন্ধের নির্দেশ দিয়েছিল পুরসভা। এরপরেই হুক্কাবার মালিকরা সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে আদালতের নির্দেশে খুশি হুক্কাবার মালিকরা। এক হুক্কাবার মালিক জানান, ‘নিষেধাজ্ঞার কারণে উৎসবের মরসুমে আমাদের ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা এখন সে সব নিয়ে ভাবতে চাইছি না। আমরা আদালতের নির্দেশকে স্বাগত জানাই। আশা করি আমরা ঘুরে দাঁড়াব।’
উল্লেখ্য, পুরসভার নির্দেশের পরেই কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ উভয়ই হুক্কাবারগুলির বিরুদ্ধে অভিযানে নেমেছিল। অবৈধভাবে হুক্কাবার চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল পুলিশ। তারপরেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন হুক্কাবার মালিকরা। অনেকেই হুক্কাবারে শুধুমাত্র নরম পানীয় বিক্রি করছিলেন। এক হুক্কাবার মালিক জানান, ‘হুক্কা নিষিদ্ধ করার পরে আমাদের বিক্রি অর্ধেক কমে গিয়েছে। আমি খুশি যে আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে।’ শুধু হুক্কাবারের মালিকরাই নন, খুশি হুক্কাপ্রেমীরাও। একজন গ্রাহক জানান, ‘বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে আড্ডা দেওয়ার একটি ভালো জায়গা হল হুক্কাবার৷ আমরা স্ট্রবেরি, কফি এবং ভ্যানিলা-সহ বিভিন্ন ফ্লেভারের হুক্কা সেবন করি। আমি আমার বন্ধুদের সঙ্গে সপ্তাহে একবার হুক্কাবারে যাই।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
6.88% Weekly Cashback on 2025 IPL Sports