তিন দিন ধরেই রাজ্যে প্রবল গরম পড়েছে। এমনকী আলিপুর জাজেস কোর্টের বাইরে গাড়িতে বসেই এক আইনজীবীর চালক হিট স্ট্রোকে মারা যান। বৃহস্পতিবার গরম চরমে উঠেছে। ৪০ ডিগ্রি আপমাত্রা ছুঁয়েছে। গরম হাওয়া বইতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর গরম থেকে কবে নিষ্কৃতি মিলবে তার কোনও পূর্বাভাস দিতে পারেনি এখনও।
Ad
পার্থ চট্টোপাধ্যায়
নগর দায়রা আদালতে নিয়ে এলেও শুনানি হল না। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে আজ, বৃহস্পতিবার আদালতে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এদিন শুনানি পিছিয়ে গেল। কারণ তীব্র গরমে নাজেহাল গোটা বাংলা। তাই পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি পিছিয়ে গেল। আর আগামী ২৪ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিন শুনানির ঠিক আগে পার্থর আইনজীবী মামলা পিছিয়ে দেওয়ার আর্জি জানানোয় এই নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কেন এমন আর্জি জানানো হল? তা নিয়ে উঠছে প্রশ্ন।
এদিন সকালে আদালতে হাজির করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে। তবে আজ নগর দায়রা আদালতে একাধিক মামলা ছিল। তাতে শুনানির প্রক্রিয়া শেষ হতে বহু সময় লাগবে বুঝতে পারা যায়। কিন্তু আদালতে ছোট এজলাসে এই গরমে বেশিক্ষণ অপেক্ষা করাটা অসহ্য হয়ে উঠবে। এই পরিস্থিতি দেখে শুনানি অন্য দিন করার আর্জি জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান। তবে বিচারক আইনজীবীর আর্জি মেনে নিয়েই পার্থের শুনানির দিন আগামী ২৪ এপ্রিল ধার্য করেন।
এদিকে তিন দিন ধরেই রাজ্যে প্রবল গরম পড়েছে। এমনকী আলিপুর জাজেস কোর্টের বাইরে গাড়িতে বসেই এক আইনজীবীর চালক হিট স্ট্রোকে মারা যান। বৃহস্পতিবার গরম চরমে উঠেছে। ৪০ ডিগ্রি আপমাত্রা ছুঁয়েছে। গরম হাওয়া বইতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর গরম থেকে কবে নিষ্কৃতি মিলবে তার কোনও পূর্বাভাস দিতে পারেনি এখনও। বরং বাড়বে বলেই জানিয়েছে। এই পরিস্থিতিতে আজ আদালতে হাজির করা হয়েছিল পার্থকে। কিন্তু শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।