ফের চোখ রাঙাচ্ছে করোনা। দেশজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার মালদার দু’বছরের এক শিশুর শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে বর্তমানে ১৪ জন আক্রান্ত রয়েছেন। তার মধ্যে কলকাতায় ৪ জন আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় পরিস্থিতির মোকাবিলায় জরুরি বৈঠকে বসল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
আরও পড়ুন: রাজ্য়ে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, কতজনের শরীরে মিলল ভাইরাসের সন্ধান?
বৈঠক শেষে মঙ্গলবার ডেপুটি মেয়র জানান, কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সমস্ত আধিকারিকদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক হয়েছে। কেউ করোনা আক্রান্ত হচ্ছে কিনা, সেই তথ্য সংগ্রহের জন্য প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগের কর্মীদের সতর্ক করা হয়েছে। মূলত যাঁরা বাড়ি বাড়ি গিয়ে ম্যালেরিয়া এবং ডেঙ্গি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে থাকেন, তাঁদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বেসরকারিভাবেও তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় করোনা ছড়িয়েছে। তবে এবার করোনার ক্ষমতা সেই ভাবে দেখা যায়নি বলেই দাবি করেছেন ডেপুটি মেয়র। তবে এই কোভিড মারাত্মক না হলেও পুরসভা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন অতীন ঘোষ। তিনি জানান, যাদের নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে তাঁদের যত্ন নিতে বলা হয়েছে। এদিনই স্বাস্থ্য দফতরেও এনিয়ে বৈঠক হওয়ার কথা। সেখান থেকে যে নির্দেশিকা আসবে, তা পুরসভা পালন করবে বলে তিনি জানান।
এই আবহে কোনওভাবে যাতে করোনা ছড়িয়ে না পড়ে, তার জন্য ডেপুটি মেয়র নাগরিকদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে করোনা পরীক্ষা হচ্ছে বলে তিনি জানান। একইসঙ্গে এ নিয়ে তিনি মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে, বর্ষা এলেই ডেঙ্গি এবং ম্যালেরিয়া বৃদ্ধি পায়। তা প্রতিরোধেও কাজ চলছে বলে তিনি জানান। বর্তমানে শহরে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ৮০ জন বলে জানিয়েছেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ।