এবার উত্তর ২৪ পরগনার পানিহাটি থেকে গ্রেফতার হল ২ বাংলাদেশি। সঙ্গে পুলিশি হেফাজতে এক শিশুও। মঙ্গলবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটির বিবেকানন্দ পার্কে চাঞ্চল্য ছড়ায়। কী ভাবে ওই বাংলাদেশিরা পানিহাটি এসে পৌঁছল তা জানার চেষ্টা করছে পুলিশ।
ঘোলা থানা এলাকার বিবেকানন্দ পার্কের আশীর্বাদ আবাসনের বাসিন্দাদের অভিযোগ, ৩ মাস আগে ওই আবাসনের তিন তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন অদিতি পাত্র নামে এক মহিলা। তাঁর সঙ্গে সেখানে থাকতে শুরু করেন ২ পরিচারক ও পরিচারিকা। কিন্তু তাদের কোনও নথি আবাসন কমিটির কাছে জমা দেননি অদিতি। এমনকী রেজিস্টার খাতায় এক এক সময় এক এক রকম নাম লিখত তারা। নথি চাইলে আবাসিকদের সঙ্গে দুর্ব্যবহার করত।
তাঁরা আরও জানিয়েছেন, অদিতি দেবী মাঝেমাঝেই ফ্ল্যাটে থাকতেন না। তখন ওই ফ্ল্যাটে প্রচুর অচেনা মানুষ যাতায়াত করত। সেব্যাপারেও কোনও সদুত্তর দেননি ওই ভাড়াটে।
মঙ্গলবার সন্ধ্যায় আবাসিকরা ওই ফ্ল্যাটের বাসিন্দাদের কাছে নথি চাইতে গেলে দরজা খোলেননি তাঁরা। এর পর ঘোলা থানার পুলিশকে খবর দেন আবাসিকরা। পুলিশ এসে দরজার তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকে। পুলিশকেও সন্তোষজনক কোনও নথি দেখাতে পারেননি আবাসিকরা। এর পর তাঁদের গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। সঙ্গে একটি শিশুকে আটক করেছে পুলিশ।
ওই ফ্ল্যাটের মালিক জানিয়েছেন, আমার কাছে আবাসিকরা অভিযোগ করছিলেন, ফ্ল্যাটের বাসিন্দারা নথি দিচ্ছেন না। যাদের ফ্ল্যাট ভাড়া দিয়েছি তারা ছাড়াও আরও অনেকে সেখানে থাকছেন। আজ এসে দেখি অভিযোগ একেবারে সত্যি।